চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ, প্রতি মাসে বেতন 25 হাজার টাকা

মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবারও খুশির খবর দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই পদগুলির জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল।

WBHEALTH Staff Nurse Recruitment 2024

Employment No.— CMOHN/HSS-112/6436

পদের নাম— Staff Nurse
মোট শূন্যপদ— 109 টি। (UR- 59 টি, SC- 24 টি, ST- 7 টি, OBC- 19 টি।)
শিক্ষাগত যোগ্যতা— ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থী অথবা B.Sc নার্সিং ডিগ্রী অর্জন করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সাবলীল ভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো 

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল 25,000/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

রাজ্যের হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ

আবেদন পদ্ধতি— শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.north24parganas.gov.in , এই ওয়েবসাইট মারফৎ আবেদন করার জন্য ওয়েবসাইটে ভিজিট করে এপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট বিকল্পের Apply Now অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে, সেখানে সমস্ত ঘর পূরণ করে সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের এককালীন ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৩ আগস্ট, ২০২৪।

রাজ্যের হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Home Breaking E - Paper Video Join