চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর টিকিট সেলার নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে শীঘ্রই আবেদন করুন

ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর টিকিট সেলার নিয়োগ চলছে।ভারতীয় রেলের পশ্চিমবঙ্গ ডিভিশনে কাজ করার দারুণ সুযোগ এল বেকার যুবক যুবতীদের জন্য। পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু রেল স্টেশনের টিকিট সেলার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন জানাতে পারবেন। স্টেশন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিভাবে হবে এই নিয়োগ? কোন পদ্ধতিতে করতে হবে আবেদন, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ইন্ডিয়ান রেলওয়ে

Employment No.— CW/388/Halt/Bahirgachhi (BHGH)

পদের নাম— Halt Contractor
মোট শূন্যপদ— অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা উল্লেখ নেই। তাই সর্বোচ্চ সংখ্যায় প্রার্থীরা আবেদন নথিভুক্ত করুন।
শিক্ষাগত যোগ্যতা— আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বাধিক ৫৬ বছরের মধ্যে হতে হবে।

ইন্ডিয়ান রেলওয়ে

চাকরির খবরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে জেলায় প্রচুর কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। আবেদপত্রে নিজের নাম, ঠিকন, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্র নিচে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.44, Kaizer Street, Kolkata -700014

আবেদনের শেষ তারিখ— ২৩ আগস্ট, ২০২৪।

ইন্ডিয়ান রেলওয়ে

Official Notification: Download Now
Official Website: Click Here

Home Breaking E - Paper Video Join