চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৭ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. গ্লোসিটিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়—

[A] জিভ
[B] ত্বক
[C] কান
[D] রক্ত

উত্তরঃ [A] জিভ

2. কোন খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া রোগ হয়?

[A] আয়োডিন
[B] সোডিয়াম
[C] পটাশিয়াম
[D] লৌহ

উত্তরঃ [D] লৌহ

3. ভারতের স্থলভাগের কত অংশ বন দ্বারা আবৃত আছে?

[A] 30%
[B] 21 %
[C] 45%
[D] কোনটিই নয়

উত্তরঃ [B] 21 %

4. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়?

[A] 28 এপ্রিল
[B] 22 এপ্রিল
[C] 24 এপ্রিল
[D] 20 এপ্রিল

উত্তরঃ [C] 24 এপ্রিল

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ-স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কত হয়?

[A] প্রতি মিনিটে 72 বার
[B] প্রতি মিনিটে 75 বার
[C] প্রতি মিনিটে 78 বার
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] প্রতি মিনিটে 72 বার

6. পঞ্চায়েত এলাকায় একটি বাড়ির সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে?

[A] 25 মিটার পর্যন্ত
[B] 30 মিটার পর্যন্ত
[C] 15 মিটার পর্যন্ত
[D] 20 মিটার পর্যন্ত

উত্তরঃ [C] 15 মিটার পর্যন্ত

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৬

7. 2019 -এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হল—

[A] আমেথি
[B] ওয়ানাদ
[C] তিরুবনন্তপুরম
[D] মেডাক

উত্তরঃ [B] ওয়ানাদ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

8. কোন্ প্রকার প্রাণীদেহে অসকিউলাম দেখা যায়?

[A] নিডেরিয়া
[B] টিনোফোরা
[C] পরিফেরা
[D] অ্যানিলিডা

উত্তরঃ [C] পরিফেরা

9. ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়?

[A] ভিটামিন B
[B] ভিটামিন K
[C] ভিটামিন C
[D] ভিটামিন D

উত্তরঃ [D] ভিটামিন D

10. মানবদেহের ডিওডিনাম কোন অংশে পাওয়া যায়?

[A] ক্ষুদ্রান্ত্র
[B] গ্রাসনালী
[C] বৃহদন্ত্র
[D] পাকস্থলী

উত্তরঃ [A] ক্ষুদ্রান্ত্র

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Home Breaking E - Paper Video Join