চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Railway NTPC PYQ PDF in Bengali । RRB NTPC Previous Year Question PDF in Bengali [Download]

Railway NTPC PYQ PDF in Bengali: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

Railway NTPC PYQ PDF in Bengali

আজকের এই পোস্টে ২০১৯ সালের Railway NTPC পরীক্ষার ১৫ টি জেনারেল নলেজের প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।

NTPC Previous Year Question Paper PDF Download in Bengali

Railway NTPC পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Previous Year Question সেটগুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Previous Year Question সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।

Railway NTPC Syllabus 2024: Click Here

Railway NTPC Previous Year Question in Bengali Part- 3

1) নিচের কোনটি ত্বরণের একক?
[A] m/ s/ s
[B] ফুট/ সেকেন্ড
[C] m/ s
[D] বর্গমিটার/ সে

উত্তরঃ m/s/s

2) 2021 এপ্রিল মাসে ভারতীয় সেনাবাহিনী দ্বারা চালু করা ভ্যানডিয়াম ভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহার করার প্ল্যান্টের ক্ষমতা কত?
[A] 62 কেভিএ
[B] 74 কেভিএ
[C] 50 কেভিএ
[D] 56 কেভেএ

উত্তরঃ 56 কেভিএ

3) নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন?
[A] MP5
[B] MOV
[C] WMV
[D] WMA

উত্তরঃ WMA

4) কোন দেশে, 2020 সালে ভিনগ্রহের জীবন শোনার জন্য 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ (FAST) খোলা হয়েছে?
[A] জার্মানি
[B] ভারত
[C] USA
[D] চীন

উত্তরঃ চীন

5) _______________ হায়দ্রাবাদে দূর অনুধাবন উপগ্রহ ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ, ডেটা বিতরণ, এরিয়ার রিমোট সেন্সিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থনের জন্য দায়ী।
[A] ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)
[B] ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)
[C] ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)
[D] ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (IISER)

উত্তরঃ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার(NRSC)

6) ISRO চন্দ্রযান -1 মহাকাশযান ___________ এ চালু করেছিল। চাঁদে শক্ত বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অন্যান্যভাবে সজ্জিত ছিল।
[A] 2007
[B] 2008
[C] 2009
[D] 2006

উত্তরঃ 2008

7) প্রমিত স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন?
[A] অ্যান্ডার্স সেলসিয়াস
[B] গ্যালিলিও গ্যালিলি
[C] গ্রান্ড ডিউক
[D] ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট

উত্তরঃ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট

8) ‘WWW’ কে আবিষ্কার করেন?
[A] ভিন্ট সার্ফ
[B] রবার্ট ই কাম
[C] চার্লস ব্যাবেজ
[D] টিম বার্নার্স-লি

উত্তরঃ টিম বার্নার্স-লি

9) ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
[A] পরম যুব
[B] পরম 8000
[C] পরম বায়োক্রোম
[D] পরম পদ্মা

উত্তরঃ পরম 8000

Railway NTPC PYQ download in Bengali
Railway NTPC PYQ PDF in Bengali

Railway NTPC পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

join Telegram

10) নিচের কোনটি নেভিগেশন স্যাটেলাইট?
[A] GSLV
[B] PSLV
[C] IRNSS
[D] SLV-3

উত্তরঃ IRNSS

11) শিক্ষার অধিকার কে কবে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়?
[A] এপ্রিল 2004
[B] এপ্রিল 2010
[C] এপ্রিল 2009
[D] এপ্রিল 2008

উত্তরঃ এপ্রিল 2010

12) ভারতীয় সংবিধানের কোন ভাগ পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান সম্পর্কিত?
[A] ভাগ- III
[B] ভাগ- V
[C] ভাগ- IX
[D]ভাগ- IV

উত্তরঃ ভাগ- IX

RRB NTPC Book 2025

13) 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল?
[A] 15
[B] 14
[C] 10
[D] 13

উত্তরঃ 14

14) নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
[A] মাইক্রোসফট উইন্ডোজ
[B] লিনাক্স
[C] ম্যাক ও এস এক্স
[D] সবগুলি

উত্তরঃ সবগুলি

15) ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] আসাম
[C] লাদাখ
[D] তামিলনাড়ু

উত্তরঃ ওড়িশা

Download PDF: Click Here

RRB NTPC PYQ Set- 2: Download Now
RRB NTPC PYQ Set- 1: Download Now

Home Breaking E - Paper Video Join