চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫০ | West Bengal ICDS Practice Set in Bengali

Anganwadi Practice Set in Bengali: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এই ওয়েবসাইটে প্রতিদিন Anganwadi Practice Set (Bengali Version) পাবলিশ করা হচ্ছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে।

West Bengal ICDS Practice Set in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। তাই প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali (Part- 50)

1) দূষিত পানীয় জল দ্বারা কোন রোগের বিস্তার ঘটে?
[A] আন্ত্রিক
[B] ব্রংকাইটিস
[C] পীতজ্বর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] আন্ত্রিক

2) জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সংখ্যা কয়টি?
[A] 15টি
[B] 14টি
[C] 10টি
[D] 17টি

উত্তরঃ [C] 10টি

3) টনসিলাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] পা
[B] গলা
[C] ত্বক
[D] কান

উত্তরঃ [B] গলা

4) ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
[A] মেঘালয়
[B] বিহার
[C] মনিপুর
[D] পশ্চিমবঙ্গ

উত্তরঃ [D] পশ্চিমবঙ্গ

5) নিম্নলিখিত কোনগুলি হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল?
[A] সোনা ও রুপা
[B] সিল
[C] টেরাকোটা
[D] সুতি বস্ত্র, টেরাকোটা ও মৃৎশিল্প

উত্তরঃ [A] সোনা ও রুপা

6) কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে?
[A] মনোসাইট
[B] ইওসিনোফিল
[C] নিউট্রোফিল
[D] বেসোফিল

উত্তরঃ [D] বেসোফিল

7) দাক্ষিণাত্যে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
[A] রাজ্য জয়
[B] দিগ্বিজয়
[C] ধর্ম বিজয়
[D] কোনোটিই নয়

উত্তরঃ [D] কোনোটিই নয়

8) জীবাণু ধ্বংসে ভূমিকা নেয় রক্তের কোন অংশ?
[A] RBC
[B] WBC
[C] অনুচক্রিকা
[D] সবকটিই

উত্তরঃ [B] WBC

9) শশাঙ্ক কোন রাজ বংশের রাজা ছিলেন?
[A] গৌড়
[B] পাল
[C] সেন
[D] কামরুপ

উত্তরঃ [A] গৌড়

Anganwadi Free Practice Set 

10) গোবর গ্যাসে নীচের কোনটি বর্তমান?
[A] ইথেন
[B] হাইড্রোজেন
[C] প্রোপেন
[D] মিথেন

উত্তরঃ [D] মিথেন

Home Breaking E - Paper Video Join