চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

উচ্চ মাধ্যমিক পাশে মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ! আবেদন করতে কী কী লাগবে?

Exam Bangla

এইবার উচ্চ মাধ্যমিক পাশ মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ নিয়ে এল কোটাক মাহিন্দ্রা।‌ এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি এবং আবেদন করতে কী কী ডকুমেন্ট ও যোগ্যতা প্রয়োজন জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৪-২৫

শিক্ষাগত যোগ্যতা

১। ভারত জুড়ে যত মেধাবী ছাত্রী আছেন, যারা এমবিবিএস, এলএলবি, বি ফার্মাসি, ল, নার্সিং ইত্যাদি প্রফেশনাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা সকলেই এই স্কলারশিপ পাবেন।

২। ছাত্রীদের অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ৭৫ শতাংশ নাম্বার পেতে হবে।

৩। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই ৬ লাখের কম হতে হবে।

৪। মেধাবী সেই সকল ছাত্রীগুলিই আবেদন করতে পারবেন যারা ২০২৪ সালে প্রথমবর্ষে পড়ছেন।

বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪, অনলাইনে ফর্ম ফিলাপ শুরু

স্কলারশিপের পরিমাণ- বছরে ১.৫ লাখ টাকা দেওয়া হবে যতদিন না পর্যন্ত তাদের প্রফেশনাল গ্রাজুয়েশন কোর্স অথবা ডিগ্রি শেষ হয়‌।

আবেদন করার পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। প্রথমে buddy4study তে একটি রেজিস্টার আইডি দিয়ে ওপেন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে যান। এরপর কোটাক কন্যা স্কলারশিপ থেকে অ্যাপ্লিকেশন ট্রেনিং এবং স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন, যাবতীয় তথ্য দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করুন এবং তারপর প্রিভিউয়ে ক্লিক করুন। এরপর যাবতীয় তথ্য ফিলাপ হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করুন। তবে কোটাক মাহিন্দ্রা গ্রুপের কর্মচারীদের সন্তানরা এইক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

আবেদন করার শেষ তারিখ- ২০/১২/২০২৪।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার কবে থেকে পড়ুয়ারা হাতে পাবে জেনে নিন

প্রয়োজনীয় ডকুমেন্ট- এই স্কলারশিপে আবেদন করবার জন্য উচ্চমাধ্যমিক পাশের রেজাল্ট, বাবা-মায়ের রোজগারের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটোগ্রাফ অফ দ্যা হাউজ, কলেজ এন্ট্রান্স এক্সামিনেশনের স্কোর কার্ড ইত্যাদি লাগবে। বিশদ জানতে Kotak kanya scholarship 2024-25 এর অফিসিয়াল সাইটে যেতে পারেন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join