চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের একটি প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন

Exam Bangla

স্কুল শিক্ষকের চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর। রাজ্যের একটি স্কুলে ‌ পি জি টি, টি জি টি শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হল। মেদিনীপুরের একটি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতন -এর তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। রাজ্যের কোন‌ স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে এবং কী যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (PGT/ TGT)

শিক্ষাগত যোগ্যতা- পিজিটি শিক্ষকের জন্য কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রী ও রেগুলারে বিএড করতে হবে। টিজি‌‌টি‌ শিক্ষক পদের জন্য ‌ তিন বছরের সায়েন্স গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে রেগুলারে বি এড থাকতে হবে। ‌ দুটি ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা- ইংরেজি মাধ্যমে কথা বলায় দক্ষতা থাকতে হবে এবং আই সি এস ই অথবা সি বি এস ই স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ 

আবেদন পদ্ধতি- এই পদে আবেদনের জন্য স্কুলের ওয়েবসাইট www.vsn.ac.in‌ এ গেলেই আবেদন পত্রটি পাওয়া যাবে। এরপর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, ডকুমেন্ট ও কাজের পূর্ব অভিজ্ঞতা ইত্যাদি সমেত আবেদন পত্রের প্রিন্ট কপি ও প্রার্থীর ফটো কপি সমেত ‌ রেজিস্টার অথবা স্পিড পোস্ট করতে হবে।

WhatsApp -এ চাকরির আপডেট পাওয়ার জন্য ফলো করুন 👇👇

আবেদনের শেষ তারিখ – ৩রা জানুয়ারি ২০২৫ দুপুর এগারোটা থেকে সাড়ে তিনটের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রতিমাসে ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙামাটি , বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর, পিন কোড- ৭২১১০২, ইচ্ছুক যোগ্য চাকরি প্রার্থীদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশন স্পিড পোস্ট করতে হবে।

Official Notification: Download Now

Official Website: Click Here

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join