চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন শুরু হল, কী যোগ্যতা লাগবে?

ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড অর্থাৎ আইপিপিবি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে‌। কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বয়সসীমা কত, শূন্যপদ কত, আবেদন পদ্ধতি কী জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

যেসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে-
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
২) ম্যানেজার।
৩) সিনিয়র ম্যানেজার।
৪) সাইবার সিকিউরিটি এক্সপার্ট।

শূন্যপদের সংখ্যা- মোট ৬৮ টি।

আরও পড়ুনঃ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, শীঘ্রই শুরু অনলাইন আবেদন

বয়সসীমা-
১। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে, এবং এই পদের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে না।
২। ম্যানেজার পদের জন্য বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে, এবং এই পদে আবেদনের জন্য ৩ বছরের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা লাগবে।
৩। সিনিয়র ম্যানেজার পদের জন্য বয়স হতে হবে ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে, এবং এই পদে আবেদনের জন্য ৬ বছরের কর্মঅভিজ্ঞতা লাগবে ।
৪। সাইবার সিকিউরিটি এক্সপার্টের ক্ষেত্রে বয়স ৫০ বছরের বেশি হলে চলবে না এবং এক্ষেত্রে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা লাগবে ৬ বছর। ‌ ‌

শিক্ষাগত যোগ্যতা-
প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, তবে পদগুলিতে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনঃ ৩২ হাজার শূন্যপদে রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগ, কবে থেকে আবেদন দেখুন

আবেদন পদ্ধতি-
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে আইবিপিএস। তাই আবেদন করার ওয়েবসাইট টি হলো https://ibpsonline.ibps.in/ippbldec24/ ; অনলাইনে আবেদনের জন্য নিজের ফটো, সিগনেচার, আইডি প্রুফ ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্ট ইত্যাদির দরকার হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলচ্যে ১০ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।

Official Notification
Apply Now Online

Daily Job Update

Home Breaking E - Paper Video Join