চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলেজ পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আবেদনের যোগ্যতা কি লাগবে?

Exam Bangla

দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ রয়েছে। সরকারি স্কলারশিপের পাশাপাশি রয়েছে একাধিক বেসরকারি স্কলারশিপ। সম্প্রতি কলেজ পড়ুয়াদের মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে? জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

স্কলারশিপে টাকার পরিমান- B.A, B.S.C, B.COM ইত্যাদি জেনারেল ডিগ্রি কোর্স যারা করছে তাদেরকে ৩০ হাজার টাকা এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন বিটেক, এমবিবিএস, ব্যাচেলার অফ আর্কিটেক্ট বা নার্সিং ইত্যাদি কোর্স করছে তাদেরকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হবে।

আবেদনের যোগ্যতা-
১। আবেদনকারীকে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
২। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৫ মাধ্যমিক পাশে পাবেন ১০ হাজার টাকা

প্রয়োজনীয় নথিপত্র- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ , পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট অর্থাৎ ২০২৩ – ২০২৪ সালের রেজাল্ট, যে কোন‌ও একটি আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বর্তমান যে কোর্সে আবেদনকারী পড়ছে, সেই বছরের সেই কোর্সে ভর্তি হওয়ার নথিপত্র যেমন আবেদন ফি এর রশিদ বা এডমিশন লেটার, এছাড়াও আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক বা ক্যানসেল চেক এবং আবেদনকারীর পরিবারের আয় শংসাপত্র, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলরের থেকে নিয়ে এসডিএম বা ডিএম অফিস থেকেও এই আয় শংসাপত্র করাতে হবে এবং আয় শংসাপত্রের একটি এফিডেভিট লাগবে।

আবেদন পদ্ধতি- আবেদনকারীকে প্রথমে buddy4study তে নিজের ইমেইল আইডি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।‌ তারপর বাডি ফোর্স স্টাডিতে নিজের রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করে অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করতে হবে। তখন আবেদনকারী অটোমেটিক্যালি HDFC Bank Parivartan’s ECSS Programme ২০২৪-২৫ এই অ্যাপ্লিকেশন ফর্ম পেজে রিডাইরেক্টেড হবেন। তারপর আবেদনকারী স্টার্ট অ্যাপ্লিকেশন বটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবে ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পূরণ করে অনলাইন এপ্লিকেশন ফর্মটিতে নিজস্ব সংশ্লিষ্ট নথিপত্র আপলোড করতে হবে। টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করে প্রিভিউ অপশনে ক্লিক করে পুরো আবেদন ফর্মটি একবার ভালো করে দেখে নিয়ে সাবমিট বটনে ক্লিক করে এই আবেদন পদ্ধতিটি সম্পূর্ণ করবে। বিশেষ দ্রষ্টব্য কেবলমাত্র অনলাইনে আবেদন কারীর আবেদনপত্রই গ্রহণযোগ্য হবে। কোন‌ও অফলাইনে হার্ড কপি পাঠালে সেটি গ্রহণযোগ্য হবে না।

Apply Now: Click Here

Scholarship 2025

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join