চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Kalyani AIIMS Recruitment: ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করবে কল্যাণী এইমস

Exam Bangla

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত All India Institute of Medical Sciences (AIIMS), কল্যাণীর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। চাকরি প্রার্থীরা এখানে বিভিন্ন দপ্তরে নিয়োগের সুযোগ পেয়ে যাবেন। এর পাশাপাশি থাকছে একাধিক পদে আবেদন করার সুবিধাও। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মীদের এখানে নিয়োগ করা হবে। বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদনটি।

কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে?

AIIMS কল্যাণীর বায়োকেমিস্ট্রি, প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, ENT, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল এডমিনিস্ট্রেশন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নিউরোলজি, নেফ্রলজি, নিউরো সার্জারি, অর্থপেডিক, পেডিয়াট্রিক সার্জারি, পালমোনারি মেডিসিন, রেডিওলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিসিন এবং ব্লাড ব্যাংক, আপদকালীন মেডিসিন, ইউরোলজি, এ্যানাসিয়া ইত্যাদি দপ্তর গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কোন পদে এই নিয়োগটি হবে?

উপরে উল্লেখিত দপ্তর গুলির সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র ডেমনস্ট্রেটার এই দুই পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

শূন্য পদ কতগুলি আছে?

AIIMS কল্যাণী থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন দপ্তরের মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৫টি।

কর্মী হিসেবে নিযুক্ত হলে কত বেতন পাবেন?

ষষ্ঠ বেতন ক্রম অনুসারে প্রতিটি নিয়োজিত কর্মীকে মাসিক ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। মূল বেতনের পাশাপাশি ৬০০০/- টাকা গ্রেড পে দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মী হিসেবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও পাবেন কর্মীরা।

চাকরির খবরঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন শুরু

কারা আবেদন করতে পারবেন?

চিকিৎসায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

বয়স সীমা কত হতে হবে?

প্রতিটি আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়স সীমায় সরকার নির্ধারিত ছাড় পাবেন।

আবেদন কীভাবে করবেন?

প্রতিটি আবেদনকারীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনের জন্য যথেষ্ট যোগ্য হতে হবে। সমস্যার পক্ষ থেকে জানানো যোগ্যতা অনুসারে আবেদনকারী যোগ্য না হলে, তার আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার সাথে সাথে অবশ্যই আবেদনের জন্য নির্ধারিত মূল্য প্রদান করতে হবে। একজন চাকরিপ্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ

আবেদন মূল্য- ১০০০/- টাকা

নিয়োগ পদ্ধতি কী রয়েছে?

এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের জন্য প্রতিটি চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে।

Official Notification

Daily Job Update

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join