চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইউকো ব্যাংকে স্পেশ্যালিস্ট অফিসার পদে চাকরির সুযোগ, আবেদনের যোগ্যতা কি লাগবে?

Exam Bangla

ব্যাঙ্কে চাকরি করা অনেক মানুষের জন্য স্বপ্ন। একাধিক ব্যাঙ্কেই সাম্প্রতিককালে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। ইউকো ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- স্পেশালিস্ট অফিসার।

শূন্যপদ- ৬৮ টি, এর মধ্যে জেনারেলদের ৩৩ টি, EWS -দের ৭ টি, SC -দের ৭ টি, ST -দের ৪ টি, OBC -দের ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা- ইকোনমিস্ট পদের জন্য ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ফায়ার সেফটি অফিসার পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, ইত্যাদি একাধিক পদের জন্য একাধিক শিক্ষাগত যোগ্যতা লাগবে, তবে নূন্যতম গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সাউথ সেন্ট্রাল রেলে ৪২৩২ অ্যাপ্রেন্টিস নিয়োগ

বয়সসীমা- যেহেতু একাধিক পদ রয়েছে,তাই বয়সের সীমাও এক একটি পদের জন্য এক এক রকম ভাবে নির্দিষ্ট করা হয়েছে। তবে ইকোনমিস্ট পদের ২১-৩০ বছর ও অন্যান্য বাকি পাঁচটি পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৩৫ বছর পর্যন্ত নির্ধারিত। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ১.০১.২০২৪ অনুযায়ী বয়স হতে হবে।

মাসিক বেতন- JMGA-I পদের জন্য মাসিক বেতন ৪৮৪৮০ টাকা ও MMGS-II পদের জন্য মাসিক বেতন ৬৪৮২০ টাকা।

আবেদন পদ্ধতি- এই পদের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পরীক্ষা পদ্ধতি- এই পদের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ নেওয়া হতে পারে ব্যাঙ্কের তরফ থেকে।

আবেদন ফি- এই পদে আবেদন করতে জেনারেল প্রার্থীদের আবেদন ফি লাগবে ৬০০ টাকা। SC, ST ও PWDদের আবেদন ফি হল ১০০ টাকা।

চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বারোদা ম্যানেজার পদে নিয়োগ

আবেদনের শেষ তারিখ- এই পদের জন্য ২৭.১২.২০২৪ থেকে ২০.o১.২০২৫ এর মধ্যে আবেদন করা যাবে।

Official Notification

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join