চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন: প্রশ্নপত্রে থাকবে বিশেষ নম্বর! কেন এই পদক্ষেপ?

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বহুদিন আগেই ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ। এই ঘোষণা অনুসারে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এই বছরের পরীক্ষায় যাতে কোনরকম অরাজকতার সৃষ্টি না হয়, তার জন্যই পরিবর্তন আসতে চলেছে এই পরীক্ষার প্রশ্নপত্রে।

আগামী মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিক পরীক্ষাকেই। কিন্তু বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের অসাধু ব্যক্তির কারণে গোলযোগ তৈরি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায়। যার জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলকেই। এই কারণে এবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হল।

২০২৫ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় প্রশ্ন কমন পেতে আজকেই সংগ্রহ করুন এই বইটি 👇👇

Madhyamik History Success Plus

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে পরিবর্তন আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতেই কিউআর কোডের পাশাপাশি প্রশ্নপত্রে যোগ করা হচ্ছে সিরিয়াল নম্বর। প্রতিটি বিশেষ সিরিয়াল নম্বরের সাহায্যে প্রশ্নপত্রটি কোন সেন্টারের কোন ঘরে যাচ্ছে, সেই বিষয়ে নজর রাখতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার শুরু হওয়ার পূর্বে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই পরীক্ষার্থী বা শিক্ষক উভয়কেই শনাক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক সাজেশন ২০২৫ পিডিএফ

পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তবে এই বছরে সেই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। যে সমস্ত সাধু ব্যক্তিরা ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বিঘ্ন ঘটাবেন, তাদের জন্য ‘জিরো ইন্সিডেন্টস, জিরো টলারেন্স’ এর টার্গেট রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজারের মতো বৃদ্ধি পেয়েছে মালদহ জেলায়। এর জন্য ইতিমধ্যেই গত বছরের তুলনায় আরও একটি পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি, মেটাল ডিটেক্ট এবং কড়া প্রশাসনিক পাহারা মোতায়েন থাকবে।

জেলায় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জোড়া বৈঠক আয়োজন করেছিলেন। এদিন তিনি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদেরও কোনও ধরনের ডিভাইস বা ইন্সট্রুমেন্ট এর সাথে পরীক্ষার হলে পাঠানোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এমন ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা নকল করা আটকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এই বছরে এমন ঘটনার নজির পাওয়া গেলে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ

Home Breaking E - Paper Video Join