চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে গ্রুপ- ডি অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হলো, মাধ্যমিক পাশ করলে মিস করবেন না

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয় গেল। এখানে চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন জানাতে পারছেন। বিশাল শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে। তাই চাকরি প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদে আবেদন সেরে ফেলুন। এখানে আবেদনের যোগ্যতা, পদের নাম, শূন্য পদের সংখ্যা, নিয়োগ প্রক্রিয়া, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে এখনো পর্যন্ত না জেনে থাকলে আজকের প্রতিবেদন থেকে সবকিছু জেনে নিয়ে আবেদন শুরু করে দিতে পারবেন।

যে যে পদে নিয়োগ করা হচ্ছে- রেলওয়ের একাধিক গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। যেখানে পয়েন্টস ম্যান, সহকারি, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।

মোট শূন্য পদের সংখ্যা- ৩২,৪৩৮ টি।

পদের নামশূন্যপদের সংখ্যা
Pointsman-B5058
Assistant (Track Machine)799
Assistant (Bridge)301
Track Maintainer Gr. IV13187
Assistant P-Way257
Assistant (C&W)2587
Assistant TRD1381
Assistant (S&T)2012
Assistant Loco Shed (Diesel)420
Assistant Loco Shed (Electrical)950
Assistant Operations (Electrical)744
Assistant TL &AC1041
Assistant TL & AC (Workshop)624
Assistant (Workshop) (Mech)3077
মোট শূন্যপদের সংখ্যা32,438

বয়স সীমা- ১৮ বছর থেকে ৩৬ বছর পর্যন্ত সাধারণ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন। যেখানে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম অনুসারে নিযুক্ত হওয়ার প্রথম মাস থেকেই চাকরি প্রার্থীরা অন্ততপক্ষে ১৮,০০০/- টাকার বেতন পাবেন। এছাড়াও ভারতীয় রেলওয়েতে চাকরি করার একাধিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবেন না কর্মীরা।

আবেদনের যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করে থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে বিভিন্ন টেকনিশিয়ান পদের জন্য চাকরিপ্রার্থীদের কাছে আবশ্যিকভাবে ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত ITI বা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন এক সম্পূর্ণ নিয়মাবলী- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। এরপরে আবেদনের জন্য নিম্নে উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ WBPSC Exam Calendar 2025: ক্লার্কশিপ সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

১) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এলাকাভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে www.rrbkolkata.gov.in -এই ওয়েবসাইটে চলে যান।

২) এরপর নিজের মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নামটি নথিভূক্ত করে নিন।

৩) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহজেই আপনি আপনার মোবাইল নম্বরের সাহায্যে একটি অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।

৪) এরপর গ্রুপ ডি পদের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি একেবারে নির্ভুলভাবে পূরণ করুন এবং এর সাথেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যথাযথ সাইজ অবলম্বন করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিন। এখানে নথিপত্রের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত সার্টিফিকেট, আধার কার্ড এবং ঠিকানার প্রমাণ পত্রের মতো তথ্যগুলি প্রয়োজন হবে।

৫) সবশেষে ভালোভাবে আবেদনপত্রটির মিলিয়ে নিয়ে জমা করে দিন।

৬) এরপরে আবেদনের জন্য নির্ধারিত আবেদনমূল্য জমা করুন।

Railway group- d application process step by step in bengali

ইতিমধ্যেই রেলওয়ে গ্রুপ ডি পদে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া চলবে ২২/০২/২০২৫ তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আবেদনের জন্য সাধারণ এবং ওবিসি পুরুষ প্রার্থীদের ৫০০/- টাকা ও SC, ST, মহিলা প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। পরীক্ষায় বসলে আবেদন মূল্য রিফান্ড পাওয়া যাবে। রিফান্ড সংক্রান্ত তথ্য বিশদে জানার জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফলো করুন।

আরও পড়ুনঃ গ্র্যাজুয়েশন পাশে কোল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৫০ হাজার টাকা

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে মোট চারটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যেখানে প্রথমেই কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (CBT) দিতে হবে। এই পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হতে চলেছে যেখানে অংক, জেনারেল নলেজ এবং রিজনিং এর মত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছেন ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে যোগ্য ব্যক্তিদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে।

Railway Group- D Selection Process in Bengali

Candidates can click on the link provided here to download the official notification. To apply online visit railway official website.

Home Breaking E - Paper Video Join