চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বর্ডার রোড অর্গানাইজেশনে ৪১১ শূন্যপদে গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হলো

চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো খুশির খবর! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ হতে চলেছে। মোট ৪১১টি শুন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এ সব চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্ট ভালো মানের বেতনের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার। চাকরিপ্রার্থীদের জন্য বলে রাখি, এই পদে ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।

বিজ্ঞপ্তি নম্বর- 01/2025
নিয়োগ কারী সংস্থা- বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO

পদের নাম-

  • কুক (গ্রুপ- ডি)
  • কামার
  • মেস ওয়েটার
  • মাল্টি স্কিলড ওয়ার্কার বা মেসন

মোট শূন্য পদের সংখ্যা- ৪১১ টি।

পদের নামশূন্যপদের সংখ্যা
কুক153 টি
কামার (Blacksmith)75 টি
মেস ওয়েটার 11 টি
মেসন172 টি

বয়স সীমা- উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারের দ্বারা নির্ধারিত ছাড় দেওয়া হবে। সমস্ত তথ্য সম্পর্কে বিশদে জানতে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য www.marvels.bro.gov.in -এই ওয়েবসাইটটি ভিজিট করুন।

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস পিডিএফ ডাউনলোড করুন

আবেদনের যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রতিটি পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও উল্লেখিত পদগুলিতে শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন না।

মাসিক বেতন- মাল্টি স্কিলড ওয়ার্কার পদে যদি কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে কর্মীকে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থাও থাকবে কর্মীদের জন্য। মাসিক বেতন সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণ হবার পর চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সংস্পর্শ পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ ন্যাশনাল হাইওয়ে দপ্তরে ম্যানেজার পদে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ৫৬ হাজার টাকা

আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের www.marvels.bro.gov.in -এই অফিসার ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি A4 সাইজ কাগজে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর হাতে কলমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। আবেদন প্রক্রিয়া এবং আবেদন মূল্য হিসেবে ৫০/- টাকা প্রদান করার সমস্ত প্রক্রিয়াটি ২৪/০২/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • জাতিগত সার্টিফিকেট
  • ঠিকানার বিবরণ
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাংকের বিবরণ

Railway Group D Book in Bengali

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Home Breaking E - Paper Video Join