চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

হাওড়া জেলা কেন্দ্রীয় বিদ্যালয়ে পিজিটি ও টিজিটি নিয়োগ, প্রতিমাসে বেতন ২৭৫০০ টাকা

হাওড়া জেলার সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে পিজিটি ও টিজিটি শিক্ষক নিয়োগ হবে এছাড়াও এই বিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি বেরিয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

পদের নাম- পিজিটি টিচার।
যেসব বিষয়ে নিয়োগ করা হবে- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করবার জন্য দুই বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে এবং তার সাথে নিম্নলিখিত বিষয়গুলির ওপর মিনিমাম ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। এছাড়া বি এড ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি হিন্দি এবং ইংরেজি মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকা কাম্য।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন ২৭৫০০ টাকা।

পদের নাম- টিজিটি টিচার।
যেসব বিষয়ে নিয়োগ করা হবে- ইংরেজি, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বোটানি, জুওলজি, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি।
শিক্ষাগত যোগ্যতা- চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রী এবং তার সাথে বিএড থাকতে হবে। এছাড়া নিম্নলিখিত বিষয়গুলোতে মিনিমাম ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। যদি কেউ সিটেড কোয়ালিফাইড হন তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই হিন্দি ও ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন ২৬২৫০ টাকা।

আরও পড়ুনঃ কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

পদের নাম- পি.আর.টি (প্রাইমারি টিচার)।
শিক্ষাগত যোগ্যতা- এইচএসে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অথবা বিএলএড থাকতে হবে। সিটেট কোয়ালিফাইড হলে এই পদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর যোগ্যতা থাকতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজে থাকতে হবে‌।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন ২১২৫০টাকা।

পদের নাম- কম্পিউটার ইনস্ট্রাক্টর।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য প্রার্থীদের বি ই/ বিটেক কম্পিউটার সায়েন্সে হতে হবে। অথবা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রী থাকতে হবে অথবা যে কোনো বিষয়ের উপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে।
বেতন- এই পদের জন্য মাসিক বেতন ২১২৫০ টাকা।

পদের নাম- যোগা টিচার।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীদের যে কোন‌ও বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি অথবা যোগাতে ডিপ্লোমা থাকতে হবে।
বেতন- কেন্দ্রীয় বিদ্যালয়ের মাইনের বেতন কাঠামো অনুযায়ী মাইনে হবে।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক ও গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ

পদের নাম- ড্যান্স কোচ
শিক্ষাগত যোগ্যতা- হায়ার সেকেন্ডারি পাশের সার্টিফিকেট থাকতে হবে ও পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে। এরসঙ্গে নাচের উপর ব্যাচেলার ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য ২১২৫০টাকা হলো মাসিক বেতন।

পদের নাম- মিউজিক কোচ
শিক্ষাগত যোগ্যতা- হায়ার সেকেন্ডারি পাশের সার্টিফিকেট থাকতে হবে ও পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে। এরসঙ্গে গানের উপর ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ২১২৫০ টাকা।

পদের নাম- স্পেশাল এডুকেটর।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের গ্রাজুয়শেনের সঙ্গে স্পেশাল এডুকেশন এর উপর বিএড থাকতে হবে অথবা সাধারণ বি এডের সঙ্গে স্পেশাল এডুকেশনের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
মাসিক বেতন- কেন্দ্রীয় বিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী মাইনে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? একনজরে দেখে নিন 

আবেদন পদ্ধতি- কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে বায়োডাটার একটি ফর্ম রয়েছে সেটি ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন ফর্মটি ফিলাপ করে, যাবতীয় নথিপত্র সহ ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোন‌ও লিখিত পরীক্ষা নেই। ১৩.২.২০২৫ তারিখে একটি ইন্টারভিউ হবে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছিতে। সেখানে সকাল ৮ টা ৩০ এর মধ্যে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে এরপর একটি প্যানেল প্রকাশিত হবে ও সেই প্যানেলের ভিত্তিতে শূন্য পদ অনুযায়ী নিয়োগ হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Home Breaking E - Paper Video Join