চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে

ইতিমধ্যেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ হয়ে থাকে। আজকের এই পোস্টে মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের নাম ও তার বিস্তারিত বিবরণ দেওয়া হলো। অপরদিকে রাজ্যের মেধাবী কিন্তু আর্থিক অনগ্রসর ছাত্র- ছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের মেধার মান পরীক্ষা করে এই সমস্ত স্কলারশিপ গুলো দেওয়া হয়। আজকের প্রতিবেদনে ছাত্র-ছাত্রীদের জন্য তেমনি কয়েকটি স্কলারশিপের বিষয়ে আলোচনা করা হল। কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে? স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নাম্বার প্রয়োজন? এই সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ ২০২৫

পড়াশোনায় দক্ষ এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ -এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ অথবা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপে আবেদনকারী যেকোনো পড়ুয়া অন্য কোন স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না। চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই স্কলারশিপ এর আবেদন গ্রহণ শুরু হবে।

SVMCM Scholarship: Apply Now

নবান্ন স্কলারশিপ ২০২৫

নবান্ন স্কলারশিপ মাধ্যমিক পাশে একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ। সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। একই সঙ্গে যে ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন জানাবেন তাদের পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৬০ হাজার টাকা অথবা তার কম হতে হবে। সারা বছর ধরেই এই স্কলারশিপটির জন্য আবেদন গ্রহণ করা হয়।

Nabanna Scholarship: Apply Now

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। এই স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চমাধ্যমিক স্তরে পঠন-পাঠনের জন্য ম্যাট্রিক্স স্কলারশিপে পুনরায় আবেদন জানাতে হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং সেই সঙ্গে আবেদনকারীর বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপ -এর জন্য আবেদন গ্রহণ শুরু হলে ExamBangla.com ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৫

সীতারাম জিন্দাল স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতার ৫ টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতার পার্থক্য নির্ধারণ করা হয়। স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য প্রার্থীরা মাসিক ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।

এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ ২০২৫

আরও পড়ুনঃ 2025 মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?

এলআইসি মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপ দিয়ে থাকে, সেটি হলো এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ। যে সকল ছাত্র- ছাত্রীরা মাধ্যমিক পাশ করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য উচ্চতর ডিগ্রিধারীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন করবে তাদের অভিভাবকদের রোজগার অথবা পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশি হলে চলবে না। আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে বর্তমানে উচ্চ মাধ্যমিকে পাঠরত হয় সেক্ষেত্রে বছরে ১৫০০০ টাকা পাওয়া যাবে।

ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল মারফত অথবা নিকটবর্তী কোন সাইবার ক্যাফের দ্বারা এই স্কলারশিপগুলিতে আবেদন জানাতে পারবেন। বিভিন্ন সময়ে এই স্কলারশিপগুলির আবেদন যোগ্যতা এবং আবেদন করার নিয়মে বিভিন্ন পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে আবেদন জানানোর আগে আবেদনকারীরা অবশ্যই প্রতিটি স্কলারশিপে আবেদন করার নিয়মাবলী গুরুত্ব সহকারে পড়ে নেবেন।

Home Breaking E - Paper Video Join