চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Madhyamik Results 2025: কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে? তারিখ ঘিরে বড় ঘোষণা, জানুন এখনই

Exam Bangla

মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আশায় বসে রয়েছে লক্ষাধিক পরীক্ষার্থী। অবশেষে অপেক্ষার অবসান। পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় রেজাল্ট আউট হতে পারে। ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল চেক করার জন্য অপেক্ষারত পরীক্ষার্থীদের জন্য বড় খবর। মিডিয়া রিপোর্ট অনুসারে, মাধ্যমিকের ফলাফল এপ্রিল মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে।

চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৮৪, ৮৯৪ জন। গত বছরের থেকে ৬২,০০০এরও বেশি। রাজ্যের মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে জুড়ে ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে ছাত্র জীবনের প্রথম মেগা পরীক্ষাটা। এবার রেজাল্টের পালা। প্রথমে জানা গিয়েছিল, ১২ মে থেকে ২০ মে তারিখের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছিল যে, ১২ মে তারিখেই রেজাল্ট আউট করা হতে পারে।

Madhyamik Results 2025

কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, এপ্রিলেই ফলাফল প্রকাশ করা হবে। খাতা দেখা নাকি শেষ। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক থাকলে ৩০ এপ্রিলের মধ্যেই হয়ে যাবে রেজাল্ট আউট। যদিও গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যায়। তাহলে আদৌ কি সব কাজ হয়েছে! আবার ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সুতরাং আদৌ সেদিন রেজাল্ট আসবে কিনা তা নিয়ে বাড়ছে সংশয়।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?

অনলাইনে রেজাল্ট কীভাবে চেক করবেন

  • সিবিএসই বোর্ডের ফলাফল ২০২৫ প্রকাশিত হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • ওয়েবসাইটের হোম পেজে, আপনাকে ফলাফলের সক্রিয় লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এখন আপনাকে নতুন পেজে আপনার রোল নম্বর এবং পাসওয়ার্ড লিখতে হবে এবং জমা দিতে হবে।
  • এর পরে আপনার মার্কশিট স্ক্রিনে খুলবে যেখান থেকে আপনি রেজাল্ট চেক করার পাশাপাশি ডাউনলোড করতে পারবেন।

প্রসঙ্গত, সকল শিক্ষার্থীর এটা মনে রাখা উচিত যে ফলাফল প্রকাশের পর, কেবল অনলাইন মাধ্যমে মার্কশিটের কপি ডাউনলোড করতে পারবে। ফলাফল ঘোষণার কয়েকদিন পরে আসল মার্কশিট আপনার স্কুলে পাঠানো হবে যেখান থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন। মার্কশিটে শিক্ষার্থীর রোল নম্বর, বাবার নাম, মায়ের নাম, বিষয়ের নাম, তত্ত্ব পরীক্ষায় প্রাপ্ত নম্বর, প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মোট নম্বর, মোট নম্বর, ফলাফলের পরিস্থিতি (পাস বা ফেল), কোন বিভাগ ইত্যাদি বিস্তারিত তথ্য থাকবে।

সময় বলবে, রেজাল্ট কবে? তবে, সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুন পরীক্ষার্থীরা।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join