চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা হলো, কবে রেজাল্ট বেরোবে দেখে নিন

Exam Bangla

হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হয় ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। তারপর থেকে দু মাসের বেশি কেটে গেলেও একাধিক সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রীরা। তবে এবারে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা হল। কী জানালো মধ্যশিক্ষা পর্ষদ? কিভাবে দেখবেন নিজের রেজাল্ট? সমস্ত তথ্য বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে। এই পরীক্ষা শেষ হয় ওই মাসেরই ২২ তারিখ। পরীক্ষার পর ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর মাঝে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকের চাকরি বাতিল ঘোষনা হওয়ার ফলে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বেশ কিছুটা চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রীরা।

এবারে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো পর্ষদ। পর্ষদের তরফে সরাসরি জানানো হয়েছে, আগামী ২ মে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই বছর মাধ্যমিকের ফলাফল। প্রতিবছরের মত এ বছরও প্রথমে সকাল ন’টা নাগাদ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করা হবে।

ঘোষণা শেষ হলেই সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। ঘোষণা অনুসারে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে ওই দিন সকাল ১০ টা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখে নিন এক্ষুনি

কিভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করবেন?

আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্র-ছাত্রীদের নাম এবং প্রাপ্ত নম্বরের ঘোষণা হয়ে গেলে খুলে দেওয়া হবে সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর, জন্মের তারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর বসালেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশিত হবে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে। পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে ছাত্র-ছাত্রীরা wbbse.wb.gov.inwbresults.nic.in -এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ নিজের মোবাইলে মাধ্যমিক রেজাল্ট কীভাবে চেক করবেন দেখে নিন 

এর জন্য পরীক্ষার্থীদের উপরে উল্লেখিত যে কোন একটি ওয়েবসাইটে ঢুকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিংকটিতে ক্লিক করতে হবে। এরপর নিজের এডমিট কার্ডে করা প্রিন্ট করা রোল নম্বর এবং সঠিক জন্মের তারিখ লিখে সাবমিট করে দিলেই ছাত্র-ছাত্রীরা তাদের মোট প্রাপ্ত নম্বর এবং প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join