চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অষ্টম শ্রেণি পাশে সরকারি হোস্টেলে চাকরির সুযোগ! আবেদনপত্র ডাউনলোড করুন

Exam Bangla

নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাস করলেই নিয়োগ করা হচ্ছে কর্মী। এবার আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেও এই পদে চাকরি করতে চান, তাহলেও করতে পারবেন। তবে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ আবশ্যক। আবেদন করার আগেই আবেদনের নিয়মগুলো জেনে নিতে হবে। মনে রাখবেন, আবেদনের জন্য সময় কিন্তু খুব বেশি দেওয়া হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: দারোয়ান কাম নাইট গার্ড

যোগ্যতার মানদন্ড: নুন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।

বেতন: মাসিক ৬০০০/- টাকা বেতন দেওয়া হবে।

অষ্টম শ্রেণী পাসে কোথায় চাকরির সুযোগ?

বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ার পৌরসভার অর্ন্তগত আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রীবাস এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাসের জন্য নিয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড / ভোটার কার্ড লাগবে।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে।
  • আবেদনকারীর ২ কপি ছবিও লাগবে।

চাকরির খবরঃ রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা গ্রুপ ডি কর্মী নিয়োগ

আবেদন করবেন কীভাবে?

ইচ্ছুক প্রার্থীরা মে মাসের ৬ তারিখে সকাল ১১ টার মধ্যে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্সকন্যা ভবনের কক্ষ নং ১১৮তে পৌঁছে যাবেন। সঙ্গে আবেদনপত্র রাখতে হবে এবং সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহ হাজির হতে হবে। কোনও নথি মিসিং থাকলে আবেদন করা যাবে না, চাকরিও পাবেন না। মনে রাখবেন, মে মাসের ৬ তারিখে দুপুর ১২.০০ টার পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, বেশি দেরি করবেন না। হাতে সময় কম। তাই সময় পেরিয়ে যাওয়ার আগে নথি ও আবেদনপত্র সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রে। আগ্রহী প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই চাকরি সংক্রান্ত আরও অন্যান্য বিশদ বিবরণ জানার জন্য, অনুগ্রহ করে www.alipurduar.gov.in website এ নজর রাখুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join