চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

৬৭৬টি শূন্য পদে IDBI ব্যাংকে নিয়োগের সুযোগ, আবেদনের যোগ্যতা জেনে নিন এক্ষুনি

Exam Bangla

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা IDBI ব্যাংকের তরফের ৬৭৬টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত খুশির খবর। বর্তমানে যে পদটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ। এই পদে চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কোন কোন যোগ্যতায় আবেদন জানানো যাবে? কীভাবে নিয়োগ করা হবে? নিয়োগের পর প্রতি মাসে কত বেতন দেওয়া হবে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি জানতে অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে নিতে হবে।

পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা JAM

বয়স সীমা- ন্যূনতম ২০ বছর থেকে সর্বত্র ২৫ বছরের চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ২০০০ সালের আগে অথবা ২০০৫ সালের পরে জন্মগ্রহণ করেছেন, এমন চাকরিপ্রার্থীরা আবেদনের জন্য যোগ্য নন। তবে সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা আরও বেশি বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর গ্র্যাজুয়েট হতে হবে। আবেদনের আগেই চাকরিপ্রার্থীর গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হতে হবে এবং তার কাছে ডিগ্রী সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল কপি থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই চাকরিপ্রার্থীকে কম্পিউটারে দক্ষ হতে হবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ২৯৬৪টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ শুরু হল

মাসিক বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মী প্রতি বছরে ৬,১৪,০০০/- টাকা থেকে ৬,৫০,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি-

  • আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রথমে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এক্ষেত্র লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটার বেসড পরীক্ষা হতে চলেছে।
  • যেখানে লজিক্যাল রিজনিং, ডেটা এনালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল এওয়ারনেস, ইকোনোমি, কম্পিউটার, IT ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার সিলেবাসটি ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে একবার পড়ে নেবেন।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীরাই কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন।

চাকরির খবরঃ ৪০০টি শূন্যপদে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিয়োগের সুযোগ

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমেই আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অবশ্যই নিচে বলে দেওয়া ধাপ গুলি ফলো করুন-

⇒Step1: IDBI ব্যাংকের www.idbibank.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “CAREERS/CURRENT OPENINGS” অপশনটি বেছে নিন।

⇒Step2: “Recruitment of Junior Assistant Manager (JAM) Grade ‘O’ – 2025-26-Phase I” অপশনে ক্লিক করুন এবং “Click here for New Registration” এ গিয়ে নতুন করে নিজের নাম নথিবদ্ধ করে নিন।

⇒Step3: এরপর অনলাইন মাধ্যমে আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিন।

⇒Step4: সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদন পত্রটি জমা করুন।

উপরে বলে দেওয়া সম্পূর্ণ পদ্ধতিগুলি অবলম্বন করলে চাকরিপ্রার্থীরা সহজেই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চাকরি প্রার্থীরা ২০/০৫/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join