চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নবান্ন স্কলারশিপ 2025 | নবান্ন স্কলারশিপ ২০২৫ সম্পূর্ণ আবেদন পদ্ধতি

Table of Contents

নবান্ন স্কলারশিপ 2025: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি সরকারি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপ 2025 বা উত্তরকন্যা স্কলারশিপ 2025 -এর আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিবছর 10 হাজার টাকা পাওয়া যাবে। Nabanna Scholarship 2025 Application Process.

নবান্ন স্কলারশিপ 2025 (Nabanna Scholarship 2025)

নবান্ন স্কলারশিপ 2024 (Nabanna Scholarship)
স্কলারশিপের নামনবান্ন স্কলারশিপ 2024 বা উত্তরকন্যা স্কলারশিপ
প্রদানকারী দপ্তরপশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল
টাকার পরিমান১০,০০০/-
হেল্পলাইন নম্বর (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮
আবেদন পদ্ধতিঅফলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbcmo.gov.in

উত্তরকন্যা স্কলারশিপ 2025 (Uttarkanya Scholarship 2025)

আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে নবান্ন স্কলারশিপ ২০২৫ -এর আবেদন পদ্ধতি। প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, শুধু নামে আলাদা। দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীরা ‘নবান্ন স্কলারশিপ’ হিসেবে জানে, আর উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ হিসেবে জানে।

নবান্ন স্কলারশিপ 2025 আবেদনের যোগ্যতা

১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন।

২) নবান্ন স্কলারশিপ 2025 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার (60,000/-) টাকার কম হতে হবে।

৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) যেসব ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন না।

নবান্ন স্কলারশিপ 2025 কত টাকা (Nabanna Scholarship Ammount)

নবান্ন স্কলারশিপ -এ আবেদন করলে প্রতিবছর 10,000/- টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।

আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২৫

নবান্ন স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে (Nabanna Scholarship Documents)

নবান্ন স্কলারশিপ ২০২৫ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৫-এ আবেদন করার জন্য মোট ৬- ৭ টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হল-
১) নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (link given below)
২) Self Declaration Copy (link given below)
৩) এলাকার MLA Recommendation Certificate (link given below)
৪) শেষ পরীক্ষার মার্কশীট।
৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৬) সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭) এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)

নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি

নবান্ন স্কলারশিপ 2025 বা উত্তরকন্যা স্কলারশিপ 2025 উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান। আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে।
১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের ফর্ম টি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
২) প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
৩) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।
৪) আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
৫) যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
(Nabanna Google Map Direction)

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা টি হলো- UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
(UTTARKNYA Google Map Direction)

নবান্ন স্কলারশিপ 2025 Last date

নবান্ন স্কলারশিপের লাস্ট ডেট হয় না। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

নবান্ন স্কলারশিপ ফর্ম 2025 (Nabanna Scholarship 2025 form download)

নীচে দেওয়া লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ 2025 বা উত্তরকন্যা স্কলারশিপ 2025 -এ আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটির সঙ্গে Self Declaration Copy এবং MLA Recommendation Copy সংযুক্ত করা রয়েছে।

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর (Nabanna Scholarship Helpline Number)

প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যেকোনো অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। স্কলারশিপ আবেদন সংক্রান্ত যেকোন অসুবিধার সম্মুখীন হলে নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর সরাসরি যোগাযোগ করতে পারেন। নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরঃ (033) 2214 1902 অথবা (033) 2253 5278

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এর আবেদনপত্র জমা দেওয়ার পর একটি Received Copy দেওয়া হবে। ওই কপি যত্ন সহকারে রাখতে হবে। পরবর্তীতে স্কলারশিপ -এর স্থিতি জানতে কাজে লাগবে।

নবান্ন স্কলারশিপ form download

Nabanna Scholarship Application form: Download Now
Official Website: Click Here
Bikash Bhvan Scholarship: Apply Now

নবান্ন স্কলারশিপ 2025 FAQ

নবান্ন স্কলারশিপ স্কলারশিপ লাস্ট ডেট কবে?

নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

নবান্ন স্কলারশিপ কত নম্বর?

কত নম্বর থাকলে নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন তা এই পোস্টে দেওয়া হয়েছে। ক্লিক করে জেনে নিন।

নবান্ন স্কলারশিপ কত টাকা পাওয়া যাবে?

১০ হাজার টাকা।

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর কত?

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরঃ (033)2214 1902 অথবা (033) 2253 5278

নবান্ন স্কলারশিপ কীভাবে আবেদন করবো?

নবান্ন স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। এবং আবেদনপত্রের লিংক দেওয়া আছে। আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে।

join Telegram

Home Breaking E - Paper Video Join