চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১: Railway NTPC Practice Set in Bengali

Exam Bangla

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে প্রকাশিত হলো রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেট টি তৈরী করা হয়েছে। মোট ২৫ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে। চাকরিপ্রার্থীরা এই পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলির প্রশ্ন উত্তর এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 1): 

১) ভারতের জাতীয় পশু কোনটি?
A) সিংহ
B) রয়েল বেঙ্গল টাইগার
C) চিতাবাঘ
D) হরিণ
✔উত্তর: B) রয়েল বেঙ্গল টাইগার

২) পঞ্চায়েত ব্যবস্থার মূল ধারণা কোথা থেকে এসেছে?
A) আমেরিকা
B) ব্রিটেন
C) ভারত
D) চীন
✔উত্তর: C) ভারত

৩) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) প্রতিভা পাটিল
C) মীরা কুমার
D) সরোজিনী নাইডু
✔উত্তর: B) প্রতিভা পাটিল

৪) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
A) গঙ্গা
B) যমুনা
C) সিন্ধু
D) ব্রহ্মপুত্র
✔উত্তর: C) সিন্ধু

৫) ‘গীতাঞ্জলি’ কার লেখা?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) মাইকেল মধুসূদন দত্ত
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) রবীন্দ্রনাথ ঠাকুর
✔উত্তর: D) রবীন্দ্রনাথ ঠাকুর

৬) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
A) ১৫ আগস্ট ১৯৪৭
B) ২৬ জানুয়ারি ১৯৫০
C) ২৬ নভেম্বর ১৯৪৯
D) ২ অক্টোবর ১৯৪৮
✔উত্তর: B) ২৬ জানুয়ারি ১৯৫০

৭) RBI কবে গঠিত হয়?
A) ১৯৪৭
B) ১৯৪৯
C) ১৯৩৫
D) ১৯৫১
✔উত্তর: C) ১৯৩৫

৮) ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) সর্দার পটেল
B) ড. রাজেন্দ্র প্রসাদ
C) জওহরলাল নেহেরু
D) লাল বাহাদুর শাস্ত্রী
✔উত্তর: C) জওহরলাল নেহেরু

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৯) ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘নমক সত্যাগ্রহ’ কে শুরু করেন?
A) সুভাষচন্দ্র বসু
B) ভগৎ সিং
C) জওহরলাল নেহেরু
D) মহাত্মা গান্ধী
✔উত্তর: D) মহাত্মা গান্ধী

১০) মানবদেহে রক্ত সংবহন কে আবিষ্কার করেন?
A) লুই পাস্তুর
B) উইলিয়াম হার্ভে
C) হিপোক্রেটিস
D) চার্লস ডারউইন
✔উত্তর: B) উইলিয়াম হার্ভে

১১) মৌলিক অধিকার কোথায় উল্লেখ করা হয়েছে?
A) প্রথম ভাগে
B) তৃতীয় ভাগে
C) পঞ্চম ভাগে
D) নবম ভাগে
✔উত্তর: B) তৃতীয় ভাগে

RRB NTPC Book 2025

১২) বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
A) গোবি মরুভূমি
B) সাহারা মরুভূমি
C) কালাহারি মরুভূমি
D) থর মরুভূমি
✔উত্তর: B) সাহারা মরুভূমি

আরও পড়ুনঃ RRB NTPC Syllabus PDF Download

১৩) ‘তবিলি’ কোন দেশের রাজধানী?
A) কেনিয়া
B) ঘানা
C) তিউনিসিয়া
D) নাইজেরিয়া
✔উত্তর: C) তিউনিসিয়া

১৪) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দফতর কোথায়?
A) নিউ ইয়র্ক
B) লন্ডন
C) প্যারিস
D) জেনেভা
✔উত্তর: D) জেনেভা

১৫) ভারতের জাতীয় ফল কী?
A) কলা
B) আম
C) পেয়ারা
D) লিচু
✔উত্তর: B) আম

১৬) ‘গ্রাভিটি’ আবিষ্কার করেন কে?
A) আইনস্টাইন
B) নিউটন
C) গ্যালিলিও
D) কেপলার
✔উত্তর: B) নিউটন

১৭) চন্দ্রযান-৩ মিশন কোন সংস্থা পরিচালনা করে?
A) NASA
B) DRDO
C) ISRO
D) BARC
✔উত্তর: C) ISRO

১৮) কোন ধাতু তরল অবস্থায় থাকে?
A) লোহা
B) তামা
C) পারদ
D) অ্যালুমিনিয়াম
✔উত্তর: C) পারদ

১৯) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি (আয়তনের দিক থেকে)?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) রাজস্থান
D) ✔উত্তর: প্রদেশ
✔উত্তর: C) রাজস্থান

২০) ‘ভারতমাতা’ নামটি কে প্রবর্তন করেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) বিবেকানন্দ
D) রাজা রামমোহন রায়
✔উত্তর: B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২১) DNA-এর পূর্ণরূপ কী?
A) ডিক্সোনিউক্লিক অ্যাসিড
B) ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড
C) ডি-নিউক্লিয়াস অ্যাসিড
D) ডায়োক্সিন অ্যাসিড
✔উত্তর: B) ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড

২২) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) জওহরলাল নেহেরু
B) বাবাসাহেব আম্বেদকর
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) সর্দার পটেল
✔উত্তর: C) ড. রাজেন্দ্র প্রসাদ

২৩) ভারতে GST চালু হয় কবে?
A) ১ জানুয়ারি ২০১৬
B) ১ জুলাই ২০১৭
C) ১ এপ্রিল ২০১৮
D) ২৬ জানুয়ারি ২০১৭
✔উত্তর: B) ১ জুলাই ২০১৭

RRB NTPC Previous Year Question in Bengali

২৪) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
A) কাঞ্চনজঙ্ঘা
B) গডউইন অস্টিন
C) মাউন্ট এভারেস্ট
D) নন্দা দেবী
✔উত্তর: C) মাউন্ট এভারেস্ট

২৫) কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
A) মঙ্গল
B) বৃহস্পতি
C) শুক্র
D) শনি
✔উত্তর: A) মঙ্গল

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join