চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB SSC Recruitment 2025: ৪৪,২০৩ টি শূন্য পদে রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, মে মাসেই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

Exam Bangla

WB SSC Recruitment 2025: আগামী ৩১শে মে-র মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক এবং শিক্ষা কর্মী মিলিয়ে মোট ৪৪ হাজার ২০৩টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আজ মঙ্গলবার নবান্নের বৈঠকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্যের ২০১৬ স্কুল সার্ভিস কমিশন বা SSC দুর্নীতি মামলার শেষ রায়ে রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, মে মাসের মধ্যেই পরবর্তী এসএসসি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে হবে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে পুনরায় শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মী নিয়োগের কাজ সেরে ফেলার নির্দেশও ছিল সুপ্রিম কোর্টের।

শীর্ষ আদালতের এই নির্দেশিকা অবলম্বন করে এবারে পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল পরিমাণ শূন্য পদের শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ হতে চলেছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০শে মে ৪৪,২০৩ টি শূন্য পদের কর্মী এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছে যে রিভিউ পিটিশন জমা পড়েছিল সেই দিকেও রাজ্যের নজর থাকবে বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিক্ষকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে এই কাজ করতে রাজ্য সরকার বাধ্য হচ্ছে। সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফেরত পাওয়ার স্বপক্ষে রাজ্যের মতামত থাকলেও, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ মানতে হবে। রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকা যাতে চাকরি ফিরে পান, তার জন্যেই রাজ্যের তরফে রিভিউ পিটিশন জমা করা হয়েছিল শীর্ষ আদালতে। তবে এখনো পর্যন্ত সেই রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই আপাতভাবে বাধ্য হয়েই রাজ্য সরকারের তরফে আগামী ৩০ তারিখ প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ শুরু হল

নতুন করে নির্বাচনের বিরুদ্ধে রাজ্যের মতামত থাকলেও পরবর্তীকালে যাতে সুপ্রিম কোর্টের তরফে পুনরায় আদেশ মানা হয়নি বলে কোন সংসার সৃষ্টি না হয়, সেই জন্যই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত বিধি নিষেধ পালন করা হবে এবং নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছিল, সেটিও মানা হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। তবে গরমের ছুটির পর আদালত খুললে রিভিউ পিটিশন এর মাধ্যমে যদি শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বদল করা হয় তাহলে সেই নির্দেশ মেনেই কাজ করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এই দিন জানিয়েছেন, ৩০ তারিখে প্রকাশিত হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে মোট শূন্য পদের সংখ্যা থাকবে ৪৪,২০৩। চাকরি প্রার্থীরা জুন মাসের ১৬ তারিখ থেকে জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। ১৫ ই নভেম্বরে প্যানেল প্রকাশিত হবে এবং ২০ শে নভেম্বর কাউন্সিলিং করা হবে। সব মিলিয়ে এই বছর ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ বিধি সম্পন্ন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

চাকরির খবরঃ সরকারি স্বাস্থ্য প্রকল্পে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগের সুযোগ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, নবম থেকে দশম শ্রেণির জন্য ১১ হাজার ৫১৭ জন, একাদশ থেকে দ্বাদশ শ্রেণির জন্য ৬ হাজার ৯১২ জন অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে যথাক্রমে ৫০০ এবং ১০০০ জন শিক্ষা কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে, “যারা স্কুলে যাচ্ছেন যান। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য চেষ্টা করুন। সুযোগ আসবে তার সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ না মানলে ২৬ হাজার শিক্ষকই বিপদে পড়তে পারেন।”

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join