চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬: Railway NTPC Practice Set in Bengali

Exam Bangla

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

RRB NTPC Graduate Level Mock Test (Set- 6):

প্রশ্ন ১: ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল?

A. ১৫ আগস্ট, ১৯৪৭
B. ২৬ জানুয়ারি, ১৯৫০
C. ২ জানুয়ারি, ১৯৪৯
D. ২৬ নভেম্বর, ১৯৪৯

উত্তর: B. ২৬ জানুয়ারি, ১৯৫০

ব্যাখ্যা: ভারতের সংবিধান ২৬ নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হলেও এটি ২৬ জানুয়ারি ১৯৫০ থেকে কার্যকর হয়। এই দিনটিকে “গণতন্ত্র দিবস” হিসেবে পালন করা হয়।

প্রশ্ন ২: নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

A. কার্বন ডাই অক্সাইড
B. মিথেন
C. নাইট্রোজেন
D. নাইট্রাস অক্সাইড

উত্তর: C. নাইট্রোজেন

ব্যাখ্যা: নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলেও এটি তাপ আটকে রাখে না। অন্যগুলো গ্রিনহাউস গ্যাস।

প্রশ্ন ৩: ‘হোমো স্যাপিয়েন্স’ শব্দের অর্থ কী?

A. জ্ঞানী মানুষ
B. শক্তিশালী মানুষ
C. আধুনিক মানুষ
D. সরল মানুষ

উত্তর: A. জ্ঞানী মানুষ

ব্যাখ্যা: ‘হোমো স্যাপিয়েন্স’ লাতিন শব্দ, যার অর্থ ‘জ্ঞানী মানুষ’। এটি আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম।

প্রশ্ন ৪: ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?

A. প্রতিভা পাটিল
B. ইন্দিরা গান্ধী
C. মীরা কুমার
D. সোনিয়া গান্ধী

উত্তর: A. প্রতিভা পাটিল

ব্যাখ্যা: প্রতিভা পাটিল ২০০৭ সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

প্রশ্ন ৫: নিচের কোনটি ভারতের কেন্দ্রীয় কর নয়?

A. আয়কর
B. সম্পত্তি কর
C. জিএসটি
D. শুল্ক

উত্তর: B. সম্পত্তি কর

ব্যাখ্যা: সম্পত্তি কর রাজ্য বা স্থানীয় সরকারের কর। বাকিগুলি কেন্দ্রীয় সরকার আরোপ করে।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

প্রশ্ন ৬: 0.25 × 0.4 = ?

A. 0.01
B. 0.1
C. 0.15
D. 0.25

উত্তর: B. 0.1

ব্যাখ্যা: 0.25 × 0.4 = (25/100) × (4/10) = 100/1000 = 0.1

প্রশ্ন ৭: একটি ট্রেন ৫৪ কিমি/ঘণ্টা বেগে চলছে। ৯০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম পার হতে কত সময় লাগবে যদি ট্রেনের দৈর্ঘ্য ৬০ মিটার হয়?

A. ১০ সেকেন্ড
B. ১২ সেকেন্ড
C. ১৫ সেকেন্ড
D. ২০ সেকেন্ড

উত্তর: A. ১০ সেকেন্ড

ব্যাখ্যা: মোট দূরত্ব = ৯০ + ৬০ = ১৫০ মিটার
গতি = ৫৪ কিমি/ঘণ্টা = (৫৪ × ১০০০)/৩৬০০ = ১৫ মিটার/সেকেন্ড
সময় = দূরত্ব / গতি = ১৫০/১৫ = ১০ সেকেন্ড

প্রশ্ন ৮: নিচের কোনটি ব্যাসার্ধ নির্ধারণ করতে ব্যবহৃত হয়?

A. ব্যারোমিটার
B. থার্মোমিটার
C. স্পিডোমিটার
D. ভের্নিয়ার ক্যালিপার

উত্তর: D. ভের্নিয়ার ক্যালিপার

ব্যাখ্যা: ভের্নিয়ার ক্যালিপার দিয়ে ছোট দৈর্ঘ্য, ব্যাস, গভীরতা নির্ণয় করা যায়।

প্রশ্ন ৯: ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’ বইটির লেখক কে?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. সুভাষচন্দ্র বসু
C. জওহরলাল নেহরু
D. সর্দার প্যাটেল

উত্তর: C. জওহরলাল নেহরু

ব্যাখ্যা: এই বইটি নেহরু কারাগারে থাকাকালীন লেখেন।

RRB NTPC Book 2025

প্রশ্ন ১০: নিচের কোনটি শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য?

A. পালক
B. ডিম পাড়া
C. দুধ উৎপাদন
D. সাঁতার কাটা

উত্তর: C. দুধ উৎপাদন

ব্যাখ্যা: স্তন্যপায়ীরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়, যা একমাত্র তাদের বৈশিষ্ট্য।

প্রশ্ন ১১: “বিটা” কণা আসলে কী?

A. প্রোটন
B. নিউট্রন
C. ইলেকট্রন
D. ফোটন

উত্তর: C. ইলেকট্রন

ব্যাখ্যা: বিটা কণা আসলে উচ্চ-গতির ইলেকট্রন বা পজিট্রন।

প্রশ্ন ১২: ভারতের জাতীয় পতাকার মাঝে কোন রঙের চক্র আছে?

A. সবুজ
B. নীল
C. লাল
D. কালো

উত্তর: B. নীল

ব্যাখ্যা: পতাকার কেন্দ্রে ২৪-কাঁটার অশোক চক্র থাকে, যার রং গাঢ় নীল।

প্রশ্ন ১৩: নিচের কোনটি Microsoft Office এর একটি অংশ নয়?

A. Word
B. Excel
C. Photoshop
D. PowerPoint

উত্তর: C. Photoshop

ব্যাখ্যা: Photoshop হল Adobe কোম্পানির একটি ইমেজ এডিটিং সফটওয়্যার, MS Office এর নয়।

RRB NTPC Previous Year Question in Bengali

প্রশ্ন ১৪: ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

A. Jog Falls
B. Dudhsagar Falls
C. Athirapally Falls
D. Kunchikal Falls

উত্তর: D. Kunchikal Falls

ব্যাখ্যা: কর্নাটকে অবস্থিত Kunchikal Falls এর উচ্চতা প্রায় ৪৫৫ মিটার, যা ভারতের সর্বোচ্চ।

প্রশ্ন ১৫: সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলোর সময় লাগে —

A. ১ সেকেন্ড
B. ৮ মিনিট ২০ সেকেন্ড
C. ১৫ মিনিট
D. ৫ সেকেন্ড

উত্তর: B. ৮ মিনিট ২০ সেকেন্ড

ব্যাখ্যা: আলোর গতি ৩ লক্ষ কিমি/সেকেন্ড এবং সূর্য-পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিমি।

প্রশ্ন ১৬: √144 = ?

A. 10
B. 11
C. 12
D. 13

উত্তর: C. 12

ব্যাখ্যা: √144 = 12 × 12 = 144

প্রশ্ন ১৭: পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি?

A. আফ্রিকা
B. ইউরোপ
C. এশিয়া
D. অস্ট্রেলিয়া

উত্তর: C. এশিয়া

ব্যাখ্যা: আয়তনে ও জনসংখ্যায় এশিয়া বৃহত্তম মহাদেশ।

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১

প্রশ্ন ১৮: ‘Ctrl + S’ কমান্ডটি সাধারণত কী কাজ করে?

A. ফাইল খোলে
B. ফাইল সংরক্ষণ করে
C. ফাইল প্রিন্ট করে
D. নতুন ফাইল তৈরি করে

উত্তর: B. ফাইল সংরক্ষণ করে

ব্যাখ্যা: এটি ‘Save’ শর্টকাট।

প্রশ্ন ১৯: একজন ব্যক্তি ১২০০ টাকা ৬% হারে ২ বছরের জন্য জমা রাখলে সরল সুদ কত হবে?

A. ১২৪
B. ১৪৪
C. ১৫৬
D. ১৬০

উত্তর: B. ১৪৪

ব্যাখ্যা: SI = (P×R×T)/100 = (1200×6×2)/100 = ₹144

প্রশ্ন ২০: UN এর প্রধান কার্যালয় কোথায়?

A. প্যারিস
B. নিউইয়র্ক
C. জেনেভা
D. লন্ডন

উত্তর: B. নিউইয়র্ক
ব্যাখ্যা: UN এর হেডকোয়ার্টার নিউইয়র্ক শহরে অবস্থিত।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join