চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১০: Railway NTPC Practice Set in Bengali

Exam Bangla

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

RRB NTPC Graduate Level Mock Test (Set- 10):

প্রশ্ন ১: ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
A) ২৬ জানুয়ারি ১৯৪৯
B) ১৫ আগস্ট ১৯৪৭
C) ২৬ জানুয়ারি ১৯৫০
D) ২ নভেম্বর ১৯৪৭

✔ উত্তর: C) ২৬ জানুয়ারি ১৯৫০

ব্যাখ্যা: ভারতের সংবিধান ২৬ নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হয় এবং ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়।

প্রশ্ন ২: ‘গীতার রহস্য’ গ্রন্থটি কে রচনা করেছেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) অরবিন্দ ঘোষ
C) বল্লভভাই প্যাটেল
D) লোকমান্য তিলক

✔ উত্তর: D) লোকমান্য তিলক

ব্যাখ্যা: লোকমান্য তিলক জেলখানায় থাকার সময় ‘গীতার রহস্য’ গ্রন্থটি রচনা করেন।

প্রশ্ন ৩: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) প্রতিভা পাটিল
B) ইন্দিরা গান্ধী
C) সোনিয়া গান্ধী
D) মীরা কুমার

✔ উত্তর: B) ইন্দিরা গান্ধী

ব্যাখ্যা: ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।

প্রশ্ন ৪: ‘ভারতের রত্ন’ (Bharat Ratna) পুরস্কার প্রথম কবে দেওয়া হয়?
A) ১৯৫৪
B) ১৯৫০
C) ১৯৬২
D) ১৯৫১

✔ উত্তর: A) ১৯৫৪

ব্যাখ্যা: সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ ১৯৫৪ সালে প্রবর্তিত হয়।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

প্রশ্ন ৫: নীল নদ কোন মহাদেশে অবস্থিত?
A) এশিয়া
B) ইউরোপ
C) আফ্রিকা
D) দক্ষিণ আমেরিকা

✔ উত্তর: C) আফ্রিকা

ব্যাখ্যা: নীল নদ আফ্রিকার উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।

প্রশ্ন ৬: UNESCO-র সদর দপ্তর কোথায়?
A) নিউইয়র্ক
B) জেনেভা
C) প্যারিস
D) হেগ

✔ উত্তর: C) প্যারিস

ব্যাখ্যা: ইউনেস্কো বা UNESCO-র প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

প্রশ্ন ৭: লোকসভার মোট সদস্য সংখ্যা কত?
A) ৫০০
B) ৫৪৫
C) ৫৫০
D) ৫৩৫

✔ উত্তর: C) ৫৫০

ব্যাখ্যা: ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫৫০ হতে পারে।

প্রশ্ন ৮: ভারতের জাতীয় পতাকায় কতটি রঙ আছে?
A) ২
B) ৩
C) ৪
D) ৫

✔ উত্তর: B) ৩

ব্যাখ্যা: ভারতের জাতীয় পতাকায় তিনটি রঙ রয়েছে – গেরুয়া, সাদা এবং সবুজ। এছাড়াও মাঝে নীল রঙের অশোক চক্র রয়েছে।

প্রশ্ন ৯: ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ রচয়িতা কে?
A) জন মিল্টন
B) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C) জেন টেইলর
D) চার্লস ডিকেন্স

✔ উত্তর: C) জেন টেইলর

ব্যাখ্যা: জেন টেইলর ১৮০৬ সালে কবিতাটি রচনা করেন।

RRB NTPC বই 2025

প্রশ্ন ১০: ‘চন্দ্রযান-৩’ কবে চাঁদে অবতরণ করে?
A) ১৪ জুলাই ২০২৩
B) ১৫ আগস্ট ২০২৩
C) ২৩ আগস্ট ২০২৩
D) ২ সেপ্টেম্বর ২০২৩

✔ উত্তর: C) ২৩ আগস্ট ২০২৩

ব্যাখ্যা: ISRO পরিচালিত চন্দ্রযান-৩ ২৩ আগস্ট ২০২৩ সালে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

প্রশ্ন ১১: অ্যানিমিয়া রোগ কিসের ঘাটতিতে হয়?
A) ক্যালসিয়াম
B) আয়রন
C) ভিটামিন D
D) ফসফরাস

✔ উত্তর: B) আয়রন

ব্যাখ্যা: রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় অ্যানিমিয়া হয় যা আয়রনের অভাবে দেখা দেয়।

প্রশ্ন ১২: ‘দশদিকের রক্ষা’ বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়?
A) ত্রিদিক
B) চতুর্দিক
C) অষ্টদিক
D) দশদিক

✔ উত্তর: D) দশদিক

ব্যাখ্যা: দশটি দিক বোঝাতে ‘দশদিক’ শব্দটি ব্যবহৃত হয়।

প্রশ্ন ১৩: ‘রান অব কচ্ছ’ কোথায় অবস্থিত?
A) রাজস্থান
B) গুজরাট
C) পাঞ্জাব
D) মহারাষ্ট্র

✔ উত্তর: B) গুজরাট

ব্যাখ্যা: রান অব কচ্ছ গুজরাটে অবস্থিত একটি লবণাক্ত মরুভূমি অঞ্চল।

প্রশ্ন ১৪: ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
A) জোগ জলপ্রপাত
B) ধুয়াধার জলপ্রপাত
C) শিবসমুদ্র
D) নোহকালিকাই জলপ্রপাত

✔ উত্তর: D) নোহকালিকাই জলপ্রপাত

ব্যাখ্যা: মেঘালয়ের নোহকালিকাই ভারতের সর্বোচ্চ জলপ্রপাত।

প্রশ্ন ১৫: ‘পঞ্চায়েতি রাজ’ প্রথম কোথায় চালু হয়?
A) পশ্চিমবঙ্গ
B) মহারাষ্ট্র
C) রাজস্থান
D) কেরালা

✔ উত্তর: C) রাজস্থান

ব্যাখ্যা: ২ অক্টোবর ১৯৫৯ সালে রাজস্থানের নাগর জেলার বাগদরি গ্রামে প্রথম পঞ্চায়েত চালু হয়।

RRB NTPC Previous Year Question in Bengali

প্রশ্ন ১৬: ভারতের জাতীয় খেলা কোনটি?
A) ক্রিকেট
B) হকি
C) কাবাডি
D) ফুটবল

✔ উত্তর: B) হকি

ব্যাখ্যা: যদিও সরকারিভাবে ঘোষণা নেই, তবে ঐতিহ্যগতভাবে হকিকেই ভারতের জাতীয় খেলা হিসেবে ধরা হয়।

প্রশ্ন ১৭: BOD এর পুরো অর্থ কী?
A) Biological Oxygen Demand
B) Bio Organic Device
C) Basic Oxide Definition
D) Biotic Oxygen Drop

✔ উত্তর: A) Biological Oxygen Demand

ব্যাখ্যা: জল দূষণের পরিমাণ বোঝাতে BOD (Biological Oxygen Demand) একটি গুরুত্বপূর্ণ পরিমাপক।

প্রশ্ন ১৮: মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায়?
A) আমেদাবাদ
B) বরোদা
C) পোরবন্দর
D) সুরাট

✔ উত্তর: C) পোরবন্দর

ব্যাখ্যা: মহাত্মা গান্ধী ২ অক্টোবর ১৮৬৯ সালে গুজরাটের পোরবন্দর শহরে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৯: ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ কে নির্মাণ করেন?
A) বাবর
B) শের শাহ সূরী
C) আকবর
D) আলাউদ্দিন খিলজি

✔ উত্তর: B) শের শাহ সূরী

ব্যাখ্যা: শের শাহ সূরী ঐতিহাসিক GT Road নির্মাণ করেন যা কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত।

প্রশ্ন ২০: ‘তাজমহল’ কোন নদীর তীরে অবস্থিত?
A) গঙ্গা
B) যমুনা
C) ব্রহ্মপুত্র
D) গোদাবরী

✔ উত্তর: B) যমুনা

ব্যাখ্যা: তাজমহল উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join