চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারি পদে কর্মী নিয়োগের সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Exam Bangla

কেন্দ্র সরকারের অন্তর্গত ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের তরফে স্টেট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ চলছে। চাকরিপ্রার্থীদের জন্য ইতিমধ্যেই এই পদে আবেদনের বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যে সমস্ত রাজ্যের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে নিয়োগের সুযোগ রয়েছে। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, শূন্য পদের বিবরণ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

পদের নাম- স্টেট কো-অর্ডিনেটর।

শূন্য পদের সংখ্যা- ৮টি।

নিয়োগকারী রাজ্য- পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, মিজোরাম, ওড়িশা ও তেলেঙ্গানা।

চুক্তির সময়কাল- ২ বছর।

শিক্ষাগত যোগ্যতা- যথাযথ যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা, যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকলেই, এই পদে আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে ইকোনোমিকস বা পলিটিকাল সাইন্সে মাস্টার্স ডিগ্রী করেছেন, এমন চাকরি প্রার্থীরাও বিশেষভাবে আবেদনের সুযোগ পাবেন।

চাকরির খবরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড

পূর্ব অভিজ্ঞতার বিবরণ- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ০-৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একেবারে অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের পাশাপাশি পাঁচ বছর পর্যন্ত অভিজ্ঞ চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারেন।

বয়স সীমা- ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীদের এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে।

চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে এখানে সবার প্রথমে যোগ্য প্রার্থীদের নামের একটি তালিকা প্রস্তুত করা হবে। মূলত চাকরি প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই লিস্টটি তৈরি হবে। এরপর যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাক দেওয়া হবে। ইন্টারভিউ এ উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- এখানে চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য https://ora.digitalindiacorporation.in/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল নথিপত্র আপলোড করতে হবে। ভালোভাবে আবেদনপত্র পূরণ হয়ে গেলে একবার মিলিয়ে নিয়ে তবেই আবেদন পত্রটি জমা করবেন। চাকরিপ্রার্থীদের জন্য জানিয়ে রাখি, এই পদে আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না। যেকোনো চাকরিপ্রার্থী সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারেন।

যোগাযোগের ঠিকানা- Ms. Vinaya Viswanathan, Head – HR, Digital India Corporation, Electronics Niketan Annexe, 6 CGO, Complex Lodhi Road, New Delhi – 110003, Phone No. 011-24303500, 24360199

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join