চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সরকারি কর্মচারীদের ডিএ দিতে প্রযুক্তির ব্যবহার নবান্নের, কর্মচারী পিছু কত বকেয়া ডিএ দিতে হবে?

Exam Bangla

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড়সড় খবর এবার প্রকাশ্যে এলো! রাজ্য সরকারের তরফে এবারে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তার কর্মচারীদের তার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। গত ১৬ ই মে ২০২৫ তারিখে এমনই নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের সঞ্জয় কারোল ও সন্দীপ মেহেতার বেঞ্চের তরফে। নবান্নের তরফে এই বিষয়ে আদালতের সিদ্ধান্তকে মেনে নিয়ে আরও এক ধাপ অগ্রসর হওয়ার খবর পাওয়া গেল।

প্রযুক্তির সাহায্য নিয়ে এবার রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘভতার অংশ দেওয়ার একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গত ১৬ ই মে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, আগামী ৬ সপ্তাহের মধ্যে কর্মচারীদের তাদের বকেয়া DA র প্রাপ্য অংশ দিতে হবে। এর পাশাপাশি নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যেই এই বকেয়া মেটানোর পদক্ষেপের গতিপ্রকৃতির কথা পেশ করতে হবে আদালতের সামনে। সম্প্রতি, ভারতীয় শীর্ষ আদালতের নির্দেশ অনুসারেই দুটি দিক বজায় রেখে কার্যক্রম এগোচ্ছে নবান্ন।

প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখভাল করা হবে বলে জানা যাচ্ছে। এর জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রযুক্তিগত সেই পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ -একটি নিজস্ব পোর্টালে গিয়ে তাদের কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এখানেই সমস্ত সরকারি দপ্তর, অনুমোদিত এবং সরকার পোষিত স্কুল কলেজ, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে। এখানে কর্মচারীদের ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজের নিজের কার্যকালের তথ্য জানাতে হবে। এর পাশাপাশি এই একই তথ্য জানাবেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও।

চাকরির খবরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড

এর ফলে রাজ্যের অর্থ ডাক্তারের তরফে সহজেই আধিকারিক বা সরকারি কর্মচারীকে ঠিক কতটা পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে, সেই বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। এই নিয়ে অর্থ দপ্তরের এক আধিকারিক জানান, ‘এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে, তা যেমন জানতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা, তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।’

চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্দেশ জারি হওয়ার ছয় সপ্তাহ অর্থাৎ আগামী ২৭শে জুনের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া DA পাঠিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই বিষয়কে একপ্রকার সরকারি কর্মচারীদের জয়ী হিসেবেই দেখছেন বেশিরভাগ কর্মচারী। শেষ আদালতের এই নির্দেশ কার্যকর হওয়ার বিষয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী সরকারী কর্মচারীরা।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join