চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Indian Navy Recruitment: ভারতের নৌ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, নিয়োগ পদ্ধতি জেনে নিন এখনই

Exam Bangla

Indian Navy Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! সম্প্রতি ভারতীয় নৌবাহিনী ‘এসএসসি এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে দেশের সেবায় যুক্ত হওয়ার এক দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। EXAM BANGLA ‘র পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি সঠিক এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং বয়সসীমা তার সবটাই এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে, দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

নিয়োগকারী সংস্থা- ভারতীয় নৌবাহিনী (Indian Navy)।

অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in.

পদের নাম- এসএসসি এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)।

মোট শূন্যপদ- ১৫ টি।

বয়সসীমা- যোগ্য প্রার্থীদের জন্ম ২ জানুয়ারী, ২০০১ থেকে ১ জুলাই, ২০০৬ এর মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ সরকারি দপ্তরে সহকারী পদে নিয়োগের সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের ইংরেজিতে কমপক্ষে ৬০% নম্বর সহ দশম বা দ্বাদশ শ্রেণী পাসকরে থাকতে হবে। ৬০% নম্বর নিয়ে এমসিএতে বিসিএ/ বিএসসি (সিএস/আইটি) অথবা কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, এআই, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদিতে বিই/ বিটেক/ এমটেক/ এমএসসি ডিগ্রি থাকতে হবে।

আবেদন মূল্য- আবেদনাকারীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনে প্রক্রিয়া- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এর মাধ্যমে১৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ প্রক্রিয়া- উক্ত পদের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে নির্বাচন করা হবে।

  • সংক্ষিপ্ত তালিকা: প্রাথমিকভাবে প্রার্থীদের তাদের একাডেমিক ও ডিগ্রির নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।
  • এসএসবি ইন্টারভিউ: সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পাঁচ দিনের সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি) সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • মেডিকেল পরীক্ষা: এসএসবি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের একটি মেডিকেল পরীক্ষা করা হবে।
  • চূড়ান্ত মেধা তালিকা: এসএসবি স্কোর, মেডিকেল ফিটনেস এবং উপলব্ধ শূন্যপদগুলির উপর ভিত্তি করে একটি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join