চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC UG প্র্যাকটিস সেট- ১০: RRB NTPC UG Important Current Affairs in Bengali

Exam Bangla

NTPC UG Important Current Affairs: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

NTPC UG Important Current Affairs Set in Bengali

আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।

NTPC Previous Year Question Paper PDF Download in Bengali

Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।

Railway NTPC Syllabus 2024: Click Here

Railway NTPC UG Important Current Affairs Set 10:

১) সংযুক্ত বাইটে উপস্থিত ব্রিকস শীর্ষ সম্মেলনের (17তম BRICS Summit) রিও ডেক্লারেশনে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে?
A) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রণনীতি
B) বৈশ্বিক AI নিয়মনীতি ও সত্যায়িত পান্ডিটি
C) ডলারের অপ্রতিযোগিতামূলক ব্যবহার
D) ব্রিকস সদস্যদের অভ্যন্তরীণ সীমান্ত বিরোধ

উত্তর: B – সম্মেলনে যৌথভাবে ‘AI-এর বৈশ্বিক শাসন ব্যবস্থা’ প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

২) ভারত কোন দেশকে UNESCO বিশ্ব ঐতিহ্য তালিকার জন্য 2025–26-এর চক্রে মনোনয়ন দিয়েছে?
A) মহাবোধি মন্দির, বোধগয়া
B) সারনাথ
C) এলোরা-অজন্তা
D) তাজমহল

উত্তর: B – সারনাথ মনোনয়ন পেয়েছে UNESCO-র 2025-26 একটি সাইট হিসেবে

৩) “Operation Brahma” কী ধরনের উদ্যোগ?
A) সীমান্তে সামরিক অভিযান
B) মায়ানমারের ভূমিকম্প সহায়তা ও উদ্ধার কার্যক্রম
C) ব্রহ্মপুত্র নদে প্লাবন নিয়ন্ত্রণ
D) মহাকাশে ভারতীয় মহাকাশ অভিযান

উত্তর: B – এটি মায়ানমারের ভূমিকম্পে ভারত কর্তৃক পরিচালিত বিপর্যয় প্রতিরোধ ও উদ্ধার অভিযানের নাম।

৪) ভারত কত শতাংশ রাশিয়ান তেল কিনেছিল 2025 সালের প্রথমার্ধে, যা ট্রাম্প আমলে বিদ্যমান থাকল এবং ট্যারিফ বৃদ্ধি প্রেক্ষাপটে আলোচিত হয়?
A) 25-30%
B) 36-40%
C) 50-55%
D) 60-65%

উত্তর: B – এই সময়ের মধ্যে ভারতের রাশিয়ান তেলের আমদানির পরিমাণ ছিল আনুমানিক 36–40%

৫) ট্রাম্প কেন ভারতের ওপর নতুন শুল্ক (ট্যারিফ) আরোপ করেছে?
A) সুরক্ষা সহায়তা না দেওয়ার ছক
B) রাশিয়ান তেল কেনা ও রি-এক্সপোর্টের অভিযোগ
C) প্রযুক্তি চুরির অভিযোগ
D) সীমান্তে অস্থিতিশীলতা

উত্তর: B – কারণ হিসেবে রাশিয়ার সস্তা তেল ক্রয় ও তা পুনরায় রপ্তানির অভিযোগ তুলে শুল্ক বৃদ্ধি করা হয়

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৬) ভারত ট্রাম্প-উত্তর আমলার ট্যারিফ হুমকের পর রপ্তানিকারকদের সুরক্ষায় কত কোটি রূপির প্রকল্প প্রস্তাব করেছে?
A) ₹5,000 কোটি
B) ₹10,000 কোটি
C) ₹20,000 কোটি
D) ₹30,000 কোটি

উত্তর: C – “Brand India” প্রচারে ₹20,000 কোটি পরিকল্পনা করা হয়েছে

৭) দুর্গত রাজনৈতিক পরিস্থিতিতে, ম. বেন্কাইয়া নাইডু কী বলেন?
A) ভারতের নীতি পরিবর্তন হবে
B) প্রতিষ্ঠানিক চাপ নেবে না
C) সুদাহীন অবস্থায় সরবে
D) আংশিক বাণিজ্য বন্ধ হবে

উত্তর: B – তিনি বলেন, “India will not bow to threats,” অর্থাৎ ভারত চাপে নত হবে না

৮) চাণ্ডীগড়ে প্রস্তাবিত কোন পরিবর্তনের উদ্দেশ্য রয়েছে?
A) নারীদের জন্য আউটডোর খেলাধুলার সুযোগ বাড়াতে
B) কারখানা লাইসেন্স সহজ ও মেয়াদকাল বাড়াতে
C) শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য
D) নাগরিকত্ব আইন সংশোধন

উত্তর: B – প্রস্তাব করা হয়েছে কারখানা লাইসেন্সের মেয়াদ ৫ বছর, অনুমোদনের সময় ৭ দিনে কমিয়ে আনার ও অন্যান্য MSME-সুবিধা

৯) পর্যটন ও গেম ব্যবস্থায় ভারতীয় রেলওয়ে কি উদ্যোগ নিয়েছে?
A) ৫০% ছাড় তুঙ্গের যাত্রীদের
B) ২০% ছাড় পার ফিরতি যাত্রার জন্য
C) ফ্রি খাওয়ার ব্যবস্থা
D) নতুন তীব্র গতি ট্রেন চালু

উত্তর: B – উৎসব সময় পার ফেরত ভ্রমণে ২০% ছাড় প্রবর্তন করা হয়েছে

১০) GeM (Government e-Marketplace) FY 2024-25-এ কত বিক্রিত হয়েছে?
A) ₹1 লাখ কোটি
B) ₹3 লাখ কোটি
C) ₹5.4 লাখ কোটি
D) ₹10 লাখ কোটি

উত্তর: C – GeM-এর GMV ছিল ₹5.4 লাখ কোটি

RRB NTPC বই 2025

১১) জুলাই ২০২৫-এ কত কোটির বার্ষিক ভিত্তিতে ‘আধার ফেস অটেন্টিকেশন’ হয়েছে?
A) ১০ কোটি
B) ১৫ কোটি
C) ১৯.৩৬ কোটি
D) ২৫ কোটি

উত্তর: C – জুলাই-মাসে 19.36 কোটি মুখ স্বীকৃতির লেনদেন সম্পন্ন হয়েছে

১২) ভারত ও রাশিয়ার সহযোগিতা বিষয়ে একটি প্রোটোকল স্বাক্ষর হয়েছে—সংশ্লিষ্ট খাত কোন?
A) তথ্য প্রযুক্তি
B) শিল্প
C) কৃষি
D) শিক্ষা

উত্তর: B – শিল্প ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রোটোকল স্বাক্ষর হয়েছে

১৩) AI Action Summit (2025)-এ ভারত কি ভূমিকা পালন করেছে?
A) শুধুমাত্র অতিথি বক্তব্য দিয়েছে
B) সহ-আয়োজক ও সম্মেলন যৌথ সভাপতিত্ব করেছে
C) কোন অংশগ্রহণ করেনি
D) শান্তির জন্য নীতি ঘোষণা করে

উত্তর: B – এটি ফ্রান্সে অনুষ্ঠিত AI Action Summit-এ ভারত (মোদী) যৌথভাবে আয়োজন ও সভাপতিত্ব করেছে।

১৪) 2025 সালের 38তম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছিল?
A) বিহার
B) উত্তরপ্রদেশ
C) উত্তরাখণ্ড
D) রাজস্থান

উত্তর: C – এটি উত্তরাখণ্ড-এ অনুষ্ঠিত হয়েছিল (ডিহ্রাদুন সহ অন্যান্য স্টেডিয়াম)।

১৫) ২০২৫ সালের “Gaganyaan-2” মিশনে কোন নতুন প্রযুক্তি প্রথমবার ব্যবহার করা হয়েছে?
A) পুনঃব্যবহারযোগ্য ক্রায়োজেনিক ইঞ্জিন
B) সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডকিং সিস্টেম
C) আয়ন প্রপালশন সিস্টেম
D) সৌর-সেল ভিত্তিক নেভিগেশন

উত্তর: B – Gaganyaan-2 মিশনে ভারত প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডকিং সিস্টেম পরীক্ষা করেছে, যা ভবিষ্যতের মহাকাশ স্টেশন প্রকল্পে ব্যবহৃত হবে।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join