চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC UG প্র্যাকটিস সেট- ১১: RRB NTPC UG Important Current Affairs in Bengali

Exam Bangla

NTPC UG Important Current Affairs: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

NTPC UG Important Current Affairs Set in Bengali

আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।

NTPC Previous Year Question Paper PDF Download in Bengali

Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।

Railway NTPC Syllabus 2024: Click Here

Railway NTPC UG Important Current Affairs Set 11:

1. লোকসভার Indian Ports Bill, 2025 উপার্জন এবং পরিবেশ রক্ষার কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে?
A) Act of 1908 পুনঃপ্রবর্তন
B) কেন্দ্র ও রাজ্যের সমন্বয় এবং পরিবেশ‐সুরক্ষা ব্যবস্থার জোরদারকরণ ✅
C) উপকূলীয় নগর উন্নয়নে নীতি পরিবর্তন
D) বন্দরের গো-অপারেটিভ মডেল চালুর উদ্যোগ
ব্যাখ্যা: Indian Ports Bill, 2025-এর মূল লক্ষ্য আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা, যেখানে কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব বাড়ানো হয়েছে।

2. ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী এশীয় সিংহের সংখ্যা কত হয়েছে?
A) 674
B) 891 ✅
C) 1024
D) 758
ব্যাখ্যা: গির অরণ্যে সংরক্ষণ প্রচেষ্টার ফলে Asiatic Lion-এর সংখ্যা 891 হয়েছে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

3. NGT‐এর নির্দেশনায়, Doon Valley-এর কোন বিষয়ে সরকারকে উত্তর দিতে বলা হয়েছে?
A) পর্যটন নীতি
B) অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প
C) ১৯৮৯-এর ইকো সংবেদনশীল অঞ্চলের সতর্কতামূলক বিধান তুলে ফেলা ✅
D) পানির নতুন উপযোগ নীতি
ব্যাখ্যা: Doon Valley Plan থেকে ইকো সংবেদনশীল বিধান বাদ দেওয়ায় পরিবেশগত ঝুঁকি বেড়েছে, এজন্য NGT রাজ্যকে ব্যাখ্যা দিতে বলেছে।

4. ভারতের ফিলিপাইনস-এর সাথে সম্প্রতি কী ঘোষণা হয়েছে?
A) মুক্ত বাণিজ্য চুক্তি
B) রপ্তানি সুবিধা
C) কৌশলগত অংশীদারিত্ব সনদ ✅
D) সামরিক আড্ডা চুক্তি
ব্যাখ্যা: দুই দেশের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের জন্য Strategic Partnership ঘোষণা হয়েছে।

5. Operation Brahma-র উদ্দেশ্য কী?
A) সড়ক দুর্ঘটনায় সাহায্য
B) মিয়ানমারের ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজ ✅
C) বৈরীতামূলক সীমান্ত সমস্যা
D) অর্থনৈতিক পুনর্গঠন
ব্যাখ্যা: ভারত মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার ও সহায়তার জন্য Operation Brahma চালু করেছে।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

6. মোডার্সের সতর্কবার্তা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক (৫০%) ভারতের কোন খাতে প্রভাব ফেলতে পারে?
A) পর্যটন
B) কৃষিপণ্য
C) প্রক্রিয়াজাত ও প্রস্তুত পণ্য ✅
D) রিয়েল এস্টেট
ব্যাখ্যা: উচ্চ আমদানি শুল্ক ভারতের ম্যানুফ্যাকচারিং ও প্রস্তুত পণ্যের রপ্তানিতে প্রভাব ফেলতে পারে।

7. IMF ও RBI অনুযায়ী ভারতের GDP বৃদ্ধি অনুমান (২০২৫–২৬ অর্থবর্ষে) কত?
A) উভয়ই ৪.৫%
B) IMF – ৫%, RBI – ৬.৫%
C) IMF – ৬.৪%, RBI – ৬.৫% ✅
D) IMF – ৭%, RBI – ৭.৫%
ব্যাখ্যা: উভয় সংস্থা ভারতের প্রবৃদ্ধির উচ্চ সম্ভাবনা দেখিয়েছে, যেখানে IMF কিছুটা কম অনুমান করেছে RBI-র তুলনায়।

8. ICICI ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নতুন সর্বনিম্ন ব্যালেন্স কত?
A) ₹১০,০০০
B) ₹২৫,০০০
C) ₹৫০,০০০ ✅
D) ₹১,০০,০০০
ব্যাখ্যা: ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের ৫০,০০০ টাকা গড় ব্যালেন্স বজায় রাখতে হবে, যা বিতর্ক তৈরি করেছে।

9. কাশ্মীরে বইয়ের দোকান থেকে কোন ধরণের বই জব্দ হয়েছে?
A) ইতিহাস ভিত্তিক
B) বিজ্ঞান বিষয়ক
C) বিচ্ছিন্নতাবাদী বই ✅
D) ধর্মীয় উপন্যাস
ব্যাখ্যা: বিচ্ছিন্নতাবাদ প্রচারের অভিযোগে পুলিশ এসব বই জব্দ করেছে।

10. National Sports Governance Bill কোথায় পাশ হয়েছে?
A) রাজ্যসভা
B) লোকসভা ✅
C) রাষ্ট্রপতি ভবন
D) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা: এই বিল জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর পরিচালনা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য লোকসভায় পাশ হয়েছে।

RRB NTPC বই 2025

11. ASIATIC সিংহ সংরক্ষণ রিপোর্টে কতটি সিংহের সংখ্যা প্রকাশিত হয়েছে?
A) ৭০০
B) ৮৯১ ✅
C) ৯৫০
D) ৮০০
ব্যাখ্যা: একই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই সংখ্যা সংরক্ষণ প্রচেষ্টার ফল।

12. Air India কেন Delhi–Washington nonstop route বন্ধ করছে?
A) অপর্যাপ্ত যাত্রী
B) বিমানের retrofitting ও প্রযুক্তিগত কারণে ✅
C) সরকারি নিষেধাজ্ঞা
D) বিমানের লিজ বাড়তি
ব্যাখ্যা: বিমানের রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক আপগ্রেডের জন্য এই রুট সাময়িকভাবে বন্ধ হচ্ছে।

13. Indian Ports Bill, 2025 কোন পুরনো আইনকে বাতিল করেছে?
A) Ports Act, 1950
B) Indian Ports Act, 1908 ✅
C) Maritime Regulation Act, 2000
D) Coastal Development Act, 1975
ব্যাখ্যা: 1908 সালের আইন বাতিল করে আধুনিক প্রয়োজন অনুযায়ী নতুন আইন আনা হয়েছে।

14. NGT Doon Valley সুরক্ষা প্রসঙ্গে সরকারকে কোন বিষয়ে উত্তর দিতে বলেছে?
A) নদী দূষণ নিয়ন্ত্রণ
B) ইকো সংবেদনশীল অঞ্চল নীতি পরিবর্তন ✅
C) অরণ্য রক্ষা পরিকল্পনা
D) শব্দ দূষণ নিয়ন্ত্রণ
ব্যাখ্যা: ইকো সংবেদনশীল বিধি বাতিল করায় পরিবেশগত ঝুঁকি বেড়েছে।

15. ভারতের ও ফিলিপাইনসের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব কোন বিষয়ে?
A) প্রযুক্তি
B) কৌশলগত ও কূটনৈতিক বোঝাপড়া ✅
C) কৃষি
D) ব্যাঙ্কিং
ব্যাখ্যা: উভয় দেশ প্রতিরক্ষা, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join