চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS 3rd Semester Notice: তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করলেও শিক্ষা সংসদ, পরীক্ষার আগে জেনে নিন

Exam Bangla

HS 3rd Semester Notice: পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা আনতে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং ওএমআর শিট এর কার্বন কপি এবার ওয়েবসাইটে আপলোড করার সিদ্ধান্ত নেওয়া হল সংসদের তরফে। এর পাশাপাশি ওয়েবসাইটেই পাওয়া যাবে পরীক্ষার উত্তর পত্র বা আনসার কি।

HS 3rd Semester Notice

চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি ধাপে অর্থাৎ দুটি সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে বিভিন্ন কেন্দ্রে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (HS 3rd Semester) আয়োজিত হতে চলেছে। প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতির আওতায় চলে আসায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তন নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এর মধ্যেই একটি হলো- উচ্চমাধ্যমিকের (HS 3rd Semester) ফলাফল হাতে পাওয়ার আগেই উত্তরপত্র দেখতে পাবে পরীক্ষার্থীরা। এর ফলে নিজেরা কোন কোন জায়গায় ভুল করেছে অথবা উত্তরের কোন জায়গায় সংশোধনের প্রয়োজন হলে তাও সম্ভব হবে। এই বিষয়কে উদ্দেশ্য করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS 3rd Semester) আরও অধিকতর স্বচ্ছতা আনার উদ্দেশ্যেই এই বছর থেকে ছাত্রছাত্রীদের সমস্ত ওএমআর পত্র ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এরপর ওয়েবসাইটে উত্তরপত্র দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। এমনকি সেই পত্রগুলি ডাউনলোড এবং প্রিন্ট করারও সুযোগ থাকবে তাদের কাছে।

HS 3rd Semester Routine

এর পাশাপাশি চলতি বছরের জুন মাসেই শিক্ষা সংসদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়-

১) ফল প্রকাশ এর আগেই পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করার সুযোগ দেওয়া হবে এবং

২) বড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার শেষে দেওয়া হবে। এর ফলে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর পরীক্ষায় কি উত্তর করেছেন সেটি নিজেরাই বাড়িতে নিয়ে গিয়ে মিলিয়ে দেখতে পারবেন।

Bharti Airtel Scholarship- Apply Now

কিভাবে HS 3rd Semester এর উত্তরপত্র দেখবে?

ছাত্র-ছাত্রীদের কাছে উত্তরপত্র দেখার পদ্ধতিটি কে আরো সহজ করে দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কাছে একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এর ফলে ছাত্রছাত্রী নিজের মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে লগইন করে আনসার কি এবং মূল্যায়ন হওয়া উত্তরপত্র মিলিয়ে দেখার সুযোগও মিলবে ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ এক্ষেত্রে ফল প্রকাশের আগেই ফলাফল বুঝে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত, সেমিস্টার সিস্টেমের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে উচ্চমাধ্যমিককে ভাগ করে দেওয়া হয়েছে। তৃতীয় সেমিস্টারের (HS 3rd Semester) পরীক্ষা প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত। মোট ১২ দিন ধরে চলা এই পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে। যদিও এক্ষেত্রে ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাবে। অপরদিকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে, শেষ হবে ওই মাছের ২৭ তারিখে।

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join