চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBBPE Notice: সোমবার থেকে মর্নিং স্কুল হওয়ার নির্দেশিকা জারি করলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ! বিস্তারিত জেনে নিন এখনই

Exam Bangla

WBBPE Notice: মাঝে শুধু আর একদিন, তারপরেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতির আওতায় উচ্চমাধ্যমিক। পরীক্ষার আগে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়গুলির জন্যেও বিশেষ নোটিশ প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের যে সমস্ত বিদ্যালয় গুলিতে বিশেষত প্রাথমিক বিদ্যালয় গুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র থাকবে, সেই ক্ষেত্রে বিদ্যালয়ের দৈনন্দিন কাজ কর্মের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

WBBPE Notice

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন্দ্র হিসেবে বিবেচিত বিদ্যালয়ে গুলিতে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এর ফলে স্কুলের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও একটি অস্থায়ী পরিবর্তন আসে। সম্প্রতি এই বিষয়েই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রাখা এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া রয়েছে। পরীক্ষার কারণে কেন্দ্র হিসাবে বিবেচিত বিদ্যালয়ে গুলির প্রাথমিক স্তরের বিদ্যালয় গুলিকে পড়াশোনা এবং বিদ্যালয়ের কার্যকলাপ দাড়ি রাখার জন্য নতুন সময়সূচী দেওয়া হয়েছে।

নতুন সময়সূচির মূল বিষয়

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা মূলত দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল যে সমস্ত স্কুলের পরীক্ষার কেন্দ্র রয়েছে এবং যেগুলিতে নেই।

পরীক্ষার কেন্দ্র হিসাবে বিবেচিত স্কুল- যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই বিদ্যালয়গুলির দৈনন্দিন সময়সূচিতে একটি অস্থায়ী পরিবর্তন আনা হবে। ওই সমস্ত বিদ্যালয়ে গুলিতে সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত দৈনন্দিন পঠন-পাঠন হবে। এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে মিড ডে মিল। যে সমস্ত বিদ্যালয় গুলিতে সাধারনত দিনের বা সকালের শিফটে ক্লাস হয়, তাদের জন্যই এই বিশেষ নির্দেশিকা।

অন্যান্য স্কুল- যে সকল প্রাথমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েনি, সেই সমস্ত বিদ্যালয়গুলির সময়সূচিতে কোন পরিবর্তন আসছে না। এই স্কুলগুলি যে সময় সাধারণত চালানো হয়, সেই সময়ই খোলা থাকবে। এর পাশাপাশি সাধারণ নিয়ম মেনেই বিদ্যালয়ের পঠন পাঠানও জারি থাকবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে না বিদ্যালয়, চলবে পঠন পাঠন! জানালো মধ্যশিক্ষা পর্ষদ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

শিক্ষকদের জন্য বিশেষ নির্দেশিকা

  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত নতুন নিয়মের ফলে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে সকালের শিফটে ক্লাস নিতে হবে, তাদের শিক্ষকদের অনেকটাই সকালে স্কুলে পৌঁছে যেতে হবে।
  • ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য এই নতুন সময়সূচি সম্পর্কে সঠিকভাবে তথ্য সরবরাহ করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
  • প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে মিড ডে মিলের ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে প্রধান শিক্ষকদের। মিড ডে মিল ব্যবস্থার জন্য যেন কোন ছাত্র-ছাত্রীর অসুবিধা না হয় সেই দিকটি বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে।
  • প্রত্যেকটি বিদ্যালয়ের এই অস্থায়ী পরিবর্তন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলির জন্যই প্রযোজ্য হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুলগুলি তাদের স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসতে পারবে।

প্রসঙ্গত আগামী সোমবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনলাইন মাধ্যমে পাওয়া এডমিট কার্ডের বৈধ কপি সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। এর পাশাপাশি সঠিক সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকার দিকেও বিশেষ খেয়াল রেখে পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শেষ হবে সেপ্টেম্বর মাসের ২২ তারিখ।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join