চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IPPB Recruitment: ভারতীয় ডাক পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি দেবে

Exam Bangla

IPPB Recruitment: কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা পোস্ট অফিসে এবার কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। সারা বছর ধরে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী পোস্ট অফিস বা ডাস্টবিভাগের বিভিন্ন পদের জন্য আবেদন জানিয়ে থাকেন। তবে এবারে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক বা IPPB তে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে সম্পূর্ণরূপে চুক্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে। কারা আবেদন জানাতে পারবেন? নিয়োগের পদ্ধতি কেমন রয়েছে? কিভাবে আবেদন জানাতে হবে? সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পুঙ্খানুপুঙ্খা জেনে নিতে পারবেন এই প্রতিবেদন থেকে।

নিয়োগ কারী সংস্থা- পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক।

পদের নাম- পরামর্শদাতা বা কনসালটেন্ট।

চুক্তির সময়সীমা- ৩ বছর-৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।

অভিজ্ঞতা- চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবরঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জগন্নাথ মন্দিরে কাজের সুযোগ

মাসিক বেতন- আবেদনকারী চাকরিপ্রার্থীদের ডাক বিভাগের অন্তর্গত পেমেন্টস ব্যাংকের বেতন ক্রম অনুসারে যথাযথ বেতন দেওয়া হবে। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাতা পাবেন নিযুক্ত কর্মী।

বয়স সীমা- অনূর্ধ্ব ৬৫ বছর।

চাকরির খবরঃ কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- এই পদে যোগদানের জন্য আগ্রহী প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মূলত আবেদনকারী প্রার্থীর অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার উপর নির্ভর করেই যোগ্যতা যাচাই করা হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে জানানো হচ্ছে, সম্পূর্ণ অনলাইন ভাবে ইমেইলার মাধ্যমে একটি আবেদন পত্র প্রয়োজনীয় নথির সাথে পাঠাতে হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিগুলি আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে নির্দিষ্ট ঠিকানা তে পাঠিয়ে দিতে হবে।

Email ID- careers@ippbonline.in

প্রয়োজনীয় ঠিকানা- Chief Human ResourceOfficer, India Post Payments Bank, 2nd Floor, Speed Post Center, Bhai Veer Singh Marg, Gol Market, New Delhi- 110001

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join