চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBBPE Teacher Recruitment: ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো, আবেদন এবং নিয়োগের নিয়ম জেনে নিন বিস্তারিত

Exam Bangla

WBBPE Teacher Recruitment: পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশাল সুখবর ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ! রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য বিশেষ শিক্ষা শিক্ষক বা স্পেশাল এডুকেশন টিচার পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপুল সংখ্যক শূন্য পদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় বিশেষ শিক্ষা শিক্ষক নিয়োগ নিয়মাবলী, ২০২৫ অনুসারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হতে চলেছে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

পদের নাম- বিশেষ শিক্ষা শিক্ষক (প্রাথমিক)।

মোট শূন্য পদের সংখ্যা- ২৩০৮ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- https://wbbpe.wb.gov.in

শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে বিশেষ শিক্ষা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই Rehabilitation Council of India (RCI) দ্বারা অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে-

  • স্পেশাল এডুকেশনে D.Ed. ডিগ্রি ও একটি বৈধ RCI CRR নম্বর অথবা,
  • D.El.Ed. ডিগ্রি ও RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে D.Ed. মায়ের সমতুল্য সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রী এবং একটি বৈধ CRR নম্বর এবং,
  • অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ক্রস ডিজেবিলিটি বিষয়ে অন্ততপক্ষে ছয় মাসের শিক্ষকতার প্রশিক্ষণ। এক্ষেত্রে এই যোগ্যতা না থাকলে প্রশিক্ষণ প্রোগ্রামটি শুরু হওয়ার পর বাধ্যতামূলকভাবে এটিতে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিতে হবে।

ভাষাগত যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরি প্রার্থীকে অবশ্যই যে মাধ্যমের বিদ্যালয়ের জন্য আবেদন জানাচ্ছেন, সেই বিষয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে প্রথম/ দ্বিতীয়/ তৃতীয় ভাষা হিসাবে করে থাকতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

বয়স সীমা- প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ শিক্ষা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত সাধারণ ও EWS চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- এই নিয়োগের শিক্ষক এর যোগ্যতা যাচাই করার জন্য চাকরি প্রার্থীর Teacher Eligibility Test (TET) পাশ করা বাধ্যতামূলক। এই পরীক্ষায় পাস করা না থাকলে, চাকরিপ্রার্থীদের জন্য পর্ষদ একটি নতুন TET পরীক্ষার আয়োজন করবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি যারা ইতিমধ্যেই এই পরীক্ষায় পাশ করেছেন, তারাও প্রয়োজনে আবার আবেদন করে নতুন করে পরীক্ষা দিতে পারবেন। এই ক্ষেত্রে পুরনো সার্টিফিকেট অথবা নতুন সার্টিফিকেট মূল্যায়নের বিকল্প পাবেন চাকরি প্রার্থীরা।

চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নম্বর বিভাজন- শিক্ষক নিয়োগের ক্ষেত্রে TET পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ৮০ নম্বর, ক্লাসরুম টিচিং প্রদর্শনী এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে ১০+১০ হিসাবে মোট ২০ নম্বর দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এখনো পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ জানানো হয়নি। এই বিষয়ে শীঘ্রই পর্ষদের ওয়েবসাইটে ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আবেদন মূল্য:

  • সাধারণ (General) প্রার্থী: ₹৬০০,
  • OBC (A এবং B) প্রার্থী: ₹৫০০,
  • SC/ST/EWS/বিশেষভাবে সক্ষম প্রার্থী: NIL।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join