চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB Recruitment: রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে, কারা আবেদনের যোগ্য?

Exam Bangla

RRB Recruitment: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্যে বিরাট বড়ো সুখবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হওয়ার এক দুর্দান্ত সুযোগ এসেছে চাকরিপ্রার্থীদের কাছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সময় নষ্ট না করে শীঘ্রই আবেদন করে ফেলুন, কারণ অনলাইনে আবেদনের সময়সীমা খুবই সীমিত। বিজ্ঞপ্তিতে উল্লেখ তথ্য বিস্তারিতভাবে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগকারী সংস্থা- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

পদের নাম- সেকশন কন্ট্রোলার

মোট শূন্যপদ- ৩৬৮ টি

বয়সসীমা- আবেদনাকারীদের বয়স ০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম- নবনিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন হবে ৩৫,৪০০/- টাকা।

চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা-

  • যোগ্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত প্রার্থীরা আবেদন করতে পারবে না।
  • বিভিন্ন পদের পদের যোগ্যতা, মেডিক্যাল এবং পদের উপযুক্ততা ইত্যাদি CEN-এ Annexure A -তে উল্লেখ করা হয়েছে করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ-

  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ: ১৪.১০.২০২৫
  • ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬.১০.২০২৫
  • আবেদনপত্র সংশোধনের সময়সীমা: ১৭.১০.২০২৫ থেকে ২৬.১০.২০২৫

আবেদন মূল্য-

  • সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা।
  • এসসি/ এসটি/ মহিলা/ পিডব্লিউডি/ প্রাক্তন সেনাকর্মীদের জন্য ২৫০ টাকা।

আবেদন প্রক্রিয়া- প্রার্থীকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এই rrbapply.gov.in লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র একটি অনলাইন আবেদন জমা দিতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ প্রক্রিয়া- কয়েকটি ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে।

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
  • CBAT এবং
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল এক্সামিনেশন

অন্যান্য যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার মান এইসমস্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join