চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে গ্রূপ-ডি ও NTPC পরীক্ষার গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. ‘প্রাকৃতিক ভূগোলের জন্মদাতা’ কাকে বলা হয়?

উঃ রেটজেলকে।

২. মানবীয় ভূগোলের আদিপুরুষ কে?

উঃ হেরোডোটাস।

৩. ‘Geography’ কথাটির অর্থ কি?

উঃ পৃথিবীর বর্ণনা।

৪. কাল নিয়ে যে ভূগোল আলোচনা করে তাকে কী বলে?

উঃ কালিক-ভূগোল।

৫. ‘Civilization and climate’ গ্রন্থটি কার লেখা?

উঃ হান্টিংটন।

৬. একুমেন শব্দের অর্থ কি?

উঃ মনুষ্য বসবাসযোগ্য পৃথিবী।

৭. শিলামন্ডল ও গুরুমন্ডল -এর মধ্যবর্তী সীমানা কে কি বলে?

উঃ মোহ বিযুক্তি তল।

৮. পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?

উঃ ইন্দোনেশিয়া (৩,০০০ দ্বীপ)।

৯. ভূ-পৃষ্ঠের গড় উষ্ণতা কত?

উঃ 22 ডিগ্রি সেন্টিগ্রেড (প্রায়)।

১০. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উঃ নাইট্রোজেন।

১১. বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?

উঃ শতকরা ৭৮.০৮ ভাগ।

১২. বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?

উঃ শতকরা ২০.৯৪ ভাগ।

১৩. বিষুব রেখা বা নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায় তাকে কি বলে?

উঃ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য (ট্রপিক্যাল রেইন ফরেস্ট)।

১৪. পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কী বলে?

উঃ প্যানজিয়া।

১৫. পৃথিবীর প্রাচীনতম জলভাগ কে কী বলে?

উঃ প্যানথালাসা।

১৬. সিয়াল ও সীমার মধ্যবর্তী সীমানাকে কী বলে?

উঃ কনরাড বিযুক্তি তল।

১৭. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী সীমানা কে কী বলে?

উঃ গুটেনবার্গ বিযুক্তিতল।

১৮. ভূ-পৃষ্ঠ থেকে 90 কিলোমিটার -এর ওপরে বায়ুমণ্ডলকে কী বলে?

উঃ বিষমমন্ডল।

১৯. ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে কী বলে?

উঃ সমমন্ডল।

২০. পৃথিবীর তিনটি প্রধান বিভাগ কী কী?

উঃ অশ্বমন্ডল, বায়ুমণ্ডল ও বারিমন্ডল।

Leave a Comment

Home Breaking E - Paper Video Join