চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

AIIMS Recruitment: মাসিক ৩৪,০০০ টাকার বেতনে কেন্দ্রীয় মেডিক্যাল সংস্থায় কর্মী নিয়োগ, আবেদনের যোগ্যতা জেনে নিন 

Exam Bangla

রাজ্যের নার্সিং চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বর্তমান পরিস্থিতি যেখানে রাজ্যে নানা যোগ্য চাকরিপ্রার্থীরা চারিদিকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই সময় কেন্দ্রীয় মেডিক্যাল প্রতিষ্ঠান AIIMS নার্সিং চাকরিপ্রার্থীদের জন্য নার্সিং অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল। Exam Bangla’র আজকের প্রতিবেদনে জেনে নিন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য।

নিয়োগকারী সংস্থা- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)।

পদের নাম- নার্সিং অফিসার।

মোট শূন্যপদ- ৩৫০০

নিয়োগ সম্পর্কিত তথ্য- প্রিলিমিনারি ও মেন পরীক্ষার পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর এবং মেন্ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর তারিখে। দুটি পরীক্ষাই CBT মাধ্যমে অনুষ্ঠিত হবে।

মাসিক বেতন- সংশ্লিষ্ট পদের জন্য মাসিক বেতন হবে ৯৩০০-৩৪,৮০০ টাকা এবং গ্রেড পে ৪৬০০ টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- নার্সিং অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের একাধিক শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে।
প্রথমত, ক) ভারতীয় নার্সিং কাউন্সিল/ রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (অনার্স) নার্সিং/ বি.এসসি নার্সিং পাশ করে থাকতে হবে।
অথবা,
ভারতীয় নার্সিং কাউন্সিল/ রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (পোস্ট-সার্টিফিকেট)/ পোস্ট-বেসিক বি.এসসি নার্সিং করে থাকতে হবে।
খ) রাজ্য/ ভারতীয় নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফারি হিসেবে নিবন্ধিত থাকতে হবে।

দ্বিতীয়ত, ক) ভারতীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড বা কাউন্সিল থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা।
খ) রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসেবে নিবন্ধিত থাকতে হবে।
গ) উপরোক্ত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, ৫০ টি শয্যাবিশিষ্ট হাসপাতালে দুই বছর কাজ করার অভিজ্ঞতা বাধ্যতামূলক।

চাকরিপ্রার্থীদের বয়সসীমা- সমস্ত আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
উল্লেখ্য, আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখের হিসেবে বয়স গণনা করা হবে।

চাকরির খবরঃ ১৫০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাংকে কর্মখালি

আবেদন মূল্য- নার্সিং অফিসার পদে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ৩০০০ টাকা এবং এসসি, এসটি এবং ইডব্লিউএস প্রার্থীদের ২৪০০ টাকা দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের কোন আবেদন ফী লাগবে না।

আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনে চাকরিপ্রার্থীরা তাদের আবেদন জমা দিতে পারবেন। ইতিমধ্যে আবেদনকার্য শুরু হয়ে গেছে, ইচ্ছুক প্রার্থীরা www.aiimsexams.ac.in -এর মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই সাবধানতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কারণ নিয়ম অনুযায়ী পরবর্তিকালে কোনো সংশোধন করা যাবে না।

আবেদনের শেষ তারিখ- চাকরিপ্রার্থীরা ১১/০৮/২০২৫ তারিখ বিকেল ৫ টা অব্দি আবেদন করতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join