চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ ৩ জুন, ২০২১

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর দু’মাসের চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। কোন হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক অফিসের দপ্তরে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ল্যাব টেকনিশিয়ান
শূন্যপদ- Barjora- 2 টি,Onda- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে স্নাতক (BSC) অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা (DMLT).
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে প্রার্থী কে পাস করে থাকতে হবে।

পদের নাম- CC টেকনিশিয়ান
শূন্যপদ- Barjora- 2 টি,Onda- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে CCU টেকনিশিয়ান নিয়ে ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

পদের নাম- স্টাফ নার্স
শূন্যপদ- Onda- 52 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM Nursing) পাশ।

বয়স- উপরুক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স যেন ৪০ এর মধ্যে হয়।
বেতন- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ১৭,২২০ টাকা প্রতি মাসে।

নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউ নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।
ইন্টারভিউর স্থান- Meeting Hall of CMOH, Bankura District.
ইন্টারভিউ তারিখ ও সময়- ০৩/০৬/২০২১ তারিখে সকাল ১১ টার সময়। নির্বাচিত প্রার্থীর নাম www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে দেখা যাবে।

Official Notification

Leave a Comment

Home Breaking E - Paper Video Join