চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

BEL Recruitment: ভারত ইলেকট্রনিক্স এ ৪৮৮ শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Exam Bangla

BEL Recruitment: ভারতের শীর্ষস্থানীয় এবং নবরত্ন কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সম্প্রতি বিপুল সংখ্যক শূন্যপদে ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি সংস্থা। বিজ্ঞপ্তিতে বিরাট শূন্যপদের উল্লেখ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের যাতে এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়, সেই উদ্দেশ্যেই Exam Bangla‘র এই প্রতিবেদনে নিয়োগের যাবতীয় বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

নিয়োগকারী সংখ্যা- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)।

পদের নাম ও বিবরণ:

১. ট্রেনী ইঞ্জিনিয়ার-১:

১.১ জব কোড- TEBG

  • মোট শূন্যপদ- ৪৮৮ টি
    • ইলেকট্রনিক্স- ২৫৮ টি
    • মেকানিক্যাল- ১৩১ টি
    • কম্পিউটার সাইন্স- ৪৪ টি
    • ইলেক্ট্রিক্যাল- ৫৫টি
  • পোস্টিং- বেঙ্গালুরু।

১.২ জব কোড- TEEM

  • মোট শূন্যপদ- ১২২ টি
    • ইলেকট্রনিক্স- ৪৩ টি
    • মেকানিক্যাল- ৫৫ টি
    • ইলেক্ট্রিকক্যাল- ২৪ টি
  • পোস্টিং- ভারত যেকোনো জায়াগায়।

শিক্ষাগত যোগ্যতা- বি.ই./বি.টেক/বি.এসসি. (৪ বছরের কোর্স)। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ কলেজ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস ক্লাস সহ।

বয়সসীমা- ০১.০৯.২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, এসসি/ এসটি এবং পিডব্লিউডি প্রার্থীরাবয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

উল্লিখিত ইঞ্জিনিয়ারিং পদের শাখা এবং বিষয়গুলি-

১. ইলেকট্রনিক্স-

  • ইলেকট্রনিক্স
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
  • ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন
  • ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন
  • কমিউনিকেশন
  • টেলিকমিউনিকেশন

২. মেকানিক্যাল-

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • মেকাট্রনিক্স
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

৩. কম্পিউটার সায়েন্স-

  • কম্পিউটার সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন টেকনোলজি
  • ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

৪. ইলেকট্রিক্যাল-

  • ইলেকট্রিক্যাল
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

বেতনক্রম- প্রশিক্ষণার্থী ইঞ্জিনিয়াদের প্রাথমিকভাবে ০২ বছরের জন্য নিযুক্ত করা হবে। প্রকল্পের প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত কর্মক্ষমতার উপর ভিত্তি করে ০১ বছরের জন্য আরও বাড়ানো যেতে পারে (সর্বোচ্চ ০৩ বছরের মেয়াদ)।

প্রার্থীদের জন্য প্রতি মাসে-

  • প্রথম বছর ৩০,০০০/- টাকা
  • দ্বিতীয় বছর ৩৫,০০০/- টাকা
  • তৃতীয় বছর ৪০,০০০/- টাকা

উপরে উল্লেখিত পারিশ্রমিকের পাশাপাশি, চিকিৎসা বীমা প্রিমিয়াম, পোশাক ভাতা, সেলাইয়ের খরচ, ফুটওয়্যার ভাতা ইত্যাদি খরচের জন্য প্রতি বছর ১২,০০০/- টাকা একত্রিতভাবে প্রদান করা হবে। অতিরিক্ত অর্থ দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন প্রক্রিয়া-

  • আবেদনে ইচ্ছুক এবং বিজ্ঞাপনে উল্লেখিত উপরোক্ত পদগুলির জন্য যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীদের প্রদত্ত https://jobapply.in/BEL2025BNGComplex লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • ওয়াক-ইন সিলেকশনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বা আবেদনের লিঙ্কটি ২৪.০৯.২০২৫ থেকে ৭.১০.২০২৫ তারিখ পর্যন্ত খোলা থাকবে।
  • ভারত ইলেকট্রনিক্স লিমিটেড -এর ওয়েবসাইটে উপলব্ধ পেমেন্ট লিঙ্কে ক্লিক করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন- https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=14842

আবেদন মূল্য- সাধারণ, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীদের জন্য ১৭৭ টাকা (১৫০ টাকা + ১৮% জিএসটি)।
এসসি, এসটি এবং পিডব্লিউবিডি প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবে না।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-

  • যোগ্য প্রার্থীদের প্রদত্ত ওয়েবসাইট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন, ফি প্রদান এবং সঠিকভাবে ফর্মটি জমা দিতে হবে।
  • প্রার্থীরা শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
  • প্রার্থীদের অবশ্যই অতি সাবধানতার সঙ্গে ফর্ম ফিলাপ করতে হবে।
  • পরবর্তীতে কোন রূপ পরিবর্তন করা যাবে না।
  • উভয় চাকরির কোডের জন্য ওয়াক-ইন নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে, তাই প্রার্থীদের শুধুমাত্র একটি চাকরির কোডের জন্য আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া-

  • যোগ্যতার মানদণ্ড পূরণকারী অনলাইন আবেদনপত্র গৃহীত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য অস্থায়ীভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।
  • যোগ্যতার মানদণ্ড পূরণকারী অনলাইন আবেদনপত্র গৃহীত প্রার্থীদের একটি এসএমএস এবং ই-মেইল পাঠানো হবে। প্রার্থীরা তাদের তাদের তথ্যসমূহ দিয়ে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড -এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে লিখিত পরীক্ষার জন্য তাদের কল লেটার অ্যাক্সেস এবং ডাউনলোড করার জন্য।
  • প্রার্থীদের কল লেটার প্রিন্ট করতে হবে এবং সেখানে নির্দেশিত নির্দেশাবলী মেনে চলতে হবে।
  • কল লেটার ই-মেইল বা প্রচলিত মেইলের মাধ্যমে পাঠানো হবে না।

যেসব প্রার্থীদের অনলাইন আবেদনপত্র গৃহীত হয়েছে, তাদের নিম্নে উল্লিখিত সময়সূচী অনুসারে বেঙ্গালুরুতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের করতে হবে-

  • ইলেকট্রনিক্স- ২৫.১০.২০২৫
  • মেকানিক্যাল- ২৫.১০.২০২৫
  • কম্পিউটার সায়েন্স- ২৬.১০.২০২৫
  • ইলেকট্রিক্যাল- ২৬.১০.২০২৫

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-

  1. প্রকল্পের প্রয়োজন হলে প্রার্থীদের ভারত জুড়ে পোস্টিং বা ডেপুটেশন করা হবে।
  2. যদি নির্বাচিত প্রার্থী ব্যাঙ্গালোরের বাইরে পোস্টিং পান, যেখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ইউনিট/ আঞ্চলিক অফিস/ ওয়াটার ফ্রন্ট সাপোর্ট সেন্টার নেই, তাহলে উক্ত স্থানে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হবে তা পূরণ করার জন্য, তাদেরকে প্রতি মাসে এলাকা ভাতা হিসেবে একত্রিত পারিশ্রমিকের ১০% প্রদান করা হবে।
  3. যেসব প্রার্থী অনলাইনে রেজিস্টার করবেন না তাদের ওয়াক-ইন সিলেকশনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

পরিক্ষার বিষয় কেমন হবে, পেমেন্ট করার নির্দেশ, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, পাসমার্ক বা কাটঅফ এইসমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join