চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল! ঘটনায় অবগত নন শিক্ষামন্ত্রী

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের তথ্য চাইলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলির পাঁচ অধ্যাপকের নাম জানতে চাইলেন তিনি। ইতিমধ্যে গুঞ্জন, সিনিয়র অধ্যাপকদের নিয়ে সম্ভবত ডেটা ব্যাঙ্ক তেরি করতে চাইছেন রাজ্যপাল।

সূত্রের খবর, রাজভবন থেকে ইমেল মারফত পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল। রাজভবন থেকে ইমেল আসার পর সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষা দফতরের মতামত চেয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই তাদের। রাজ্য শিক্ষা দফতরের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, ‘আমরা এ বিষয়ে অবগত নই।’ সূত্রের খবর, উপাচার্য নিয়োগ আইনে রদবদল আনতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ‘আচার্য পদ ছাড়ুন’! রাজ্যপাল কে সরাসরি আক্রমণ শিক্ষামন্ত্রীর

মনে করা হচ্ছে, উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে এবার থেকে তিনজনের পরিবর্তে পাঁচ সদস্যের সার্চ কমিটি গড়বে রাজ্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রসঙ্গত, এর আগে রাজ্য, রাজ্যপাল দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি রাজ্যপালকে নিশানা করে বলেন আচার্য পদ ছাড়তে। শিক্ষামন্ত্রীর বক্তব্য ছিল, রাজ্যকে অন্ধকারে রেখেই নানান সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যপাল।

পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল

Home Breaking E - Paper Video Join