চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পুজোর আগে ডিএ বাড়বে কতটা? ঘোষণা আসতে চলেছে কেন্দ্রের তরফে

পুজোর আগেই কি ডিএ বাড়বে সরকার? দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মুখে এখন একই প্রশ্ন। মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রসঙ্গে চলছে আলোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, তিন শতাংশ ডিএ বাড়াবে কেন্দ্র। আবার বেশ কিছু রিপোর্ট দাবি করছে, তিন নয় বরং চার শতাংশ ডিএ বাড়ানো হবে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ধন্দে ভুগছেন কর্মীরা। আশা করা যাচ্ছে চলতি মাসে নয়তো পরের মাসের মধ্যে ঘোষণা করবে সরকার।

শ্রম ব্যুরোর CPI-IW (কাস্টমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স) সূচকের ভিত্তিতে সরকারি কর্মীদের ডিএ হার নির্ধারণ করা হয়। ডিএ বাড়লে তার সঙ্গে বাড়ে বেতন। বছরের শুরুতে বাড়ানো ডিএ অনুসারে বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। নতুন ডিএ ঘোষণায় যদি আরও তিন শতাংশ অথবা চার শতাংশ ডিএ বাড়ে তবে ৪৫ নয়তো ৪৬ শতাংশ হারে ডিএ মিলবে সরকারি কর্মীদের। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বেতন। কিন্তু ঠিক কতটা ডিএ বাড়বে তা নিয়ে দোলাচল চলছেই। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রের অন্দরে চলছে আলোচনা। কিছু দিনের মধ্যেই প্রকাশ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে উপহার দিচ্ছে সরকার

মূল্যবৃদ্ধির চড়া বাজারে দিনযাপন করা কার্যত কঠিন হয়ে উঠছে জনসাধারণের। এর মধ্যে ডিএ বাড়লে তা কিছুটা স্বস্তির খবর হবে। ফলে সিদ্ধান্ত শোনার অপেক্ষায় দিন গুনছেন কর্মীরা। পুজোর মাসে অথবা দীপাবলির আগে কেন্দ্রের তরফে ঘোষণা আসবে। অন্তত লোকসভা নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্তটি জানাবে মোদি সরকার।

পুজোর আগে ডিএ বাড়বে কতটা

Home Breaking E - Paper Video Join