চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ডি.এল.এড পরীক্ষার ফলাফল প্রকাশ হলো, রেজাল্ট দেখবেন কিভাবে?

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল ডি.এল.এড পার্ট টু-এর পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন রাজ্যের বহু সংখ্যক প্রার্থী। এবার এই ডি.এল.এড পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করলো পর্ষদ। রেজাল্ট প্রকাশ পেয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে।

ডি.এল.এড পার্ট টু-এর রেজাল্ট দেখবেন কিভাবে?

১. ডি.এল.এড পরীক্ষার রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org) এ যেতে হবে।

২. এরপর নোটিশ বিভাগে যেতে হবে পরীক্ষার্থীদের।

৩. এরপর ‘RESULT OF D.El.Ed. PART-ll EXAMINATION 2020-2022’ লিঙ্কে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।

৪. লিঙ্কটিতে ক্লিক করলে রেজাল্টের পিডিএফটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৫. এই পিডিএফটি ডাউনলোড করে রেজাল্ট দেখতে পারেন। অথবা প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য ডি.এড.এড কোর্সে অন্তর্ভুক্ত হন বহু প্রার্থী। বর্তমানে পশ্চিমবঙ্গে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০ টির কাছাকাছি। প্রতি বছর এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন প্রার্থীরা। এই ডি.এল.এড কোর্সের সময়সীমা প্রায় দুই বছর। যার মধ্যে নেওয়া হয় চারটি সেমিস্টার পরীক্ষা। সংশ্লিষ্ট সেমিস্টারগুলিতে উত্তীর্ণ প্রার্থীরা ডি.এল.এড ডিগ্রি লাভ করেন।

Home Breaking E - Paper Video Join