চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ডি এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল রাজ্যের সরকারি হাসপাতালে শূন্যপদে নিয়োগ করা হবে, সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে কোন‌ও পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে।

D.N. Dey Homoeopathic Medical College Group- D Recruitment

পদের নাম: কর্মবন্ধু।
শূন্যপদের সংখ্যা: ৪ টি।
মাসিক বেতন: ৫০০০ টাকা

চাকরির খবরঃ রাজ্যে ২৫০০ শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ 

D.N. De Homoeopathic Medical College Group d recruitment notification

আবেদন পদ্ধতি: যে সকল প্রার্থীরা কর্মবন্ধুর কাজটি করতে ইচ্ছুক তারা আগামী ১০ই ডিসেম্বর ২০২৪ সকাল ১১ টার সময় ডি এন ডে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারভিউয়ের সময় হাজির হবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ১৫ হাজার টাকা বেতনের চাকরি 

প্রয়োজনীয় ডকুমেন্ট: ইন্টারভিউতে যাওয়ার সময় প্রার্থীকে অবশ্যই নিজের দুটো সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ফটো ও নিজের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও যদি কোন কর্মগত অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই ডকুমেন্ট এবং ব্যক্তির বাসস্থান ও বয়সের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড ও অরিজিনাল যাবতীয় ডকুমেন্টের দুই সেট করে জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য এটি একটি চুক্তি ভিত্তিক কাজ। তবে এক্ষেত্রে ইন্টারভিউতে আসার সময় ট্র্যাভেলিং এলাউন্স দিয়ে দেওয়া হবে।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Home Breaking E - Paper Video Join