চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মুর্শিদাবাদ জেলায় ক্লার্ক নিয়োগ শুরু, প্রতি মাসের বেতন ১০,০০০ টাকা

Exam Bangla

মুর্শিদাবাদ জেলায় শুরু হল ক্লার্ক পদে কর্মী নিয়োগ। জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, চুক্তিভিত্তিক পদে ১৪ জন সরকারি ক্লার্ক বা কেরানি নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। রাজ্যের সরকারি দপ্তরে আবেদন জানাতে চাইলে এটি একটি দুর্দান্ত সুযোগ। এক্ষেত্রে অফলাইনে আবেদন জানাতে হবে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশদে জেনে নিন।

পদের নাম- চুক্তিভিত্তিক ক্লার্ক।

শূন্য পদের সংখ্যা-১৪টি।

মাসিক বেতন- জেলার চুক্তিভিত্তিক ক্লার্ক হিসাবে নিযুক্ত হলে প্রতি মাসে যথেষ্ট ভালো মানের বেতন দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম মেনে প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মী।

চাকরির খবরঃ ECIL এ মাধ্যমিক এবং আইটিআই পাশে কর্মী নিয়োগ

আবেদনের যোগ্যতা-

  • মুর্শিদাবাদ জেলার সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক ক্লার্ক পদে আবেদনের জন্য কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি দপ্তরের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থী হতে হবে।
  • এক্ষেত্রে একমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই আবেদন জানাতে পারেন।
  • এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সাব ডিভিশনাল অফিস কিংবা জেলাশাসকের অফিস থেকেও অবসরপ্রাপ্ত কর্মচারী এই পদে আবেদনের যোগ্য।
  • আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং সরকারি বিভিন্ন কেরানি পদের কাজ সম্পর্কে অবগত হতে হবে।
  • ৩১/০৫/২০২৫ তারিখের আগে যে সমস্ত সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করেছেন, তারা এই পদে আবেদন জানাবেন।

চাকরির খবরঃ ইন্ডিয়ান অয়েলে ১৭৭০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ

বয়স সীমা- ইচ্ছুক চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি- এই পদে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য সবার আগে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে। এরপর একটি A4 পাতায় আবেদন পত্রটি প্রিন্ট করে সঠিক তথ্যের সাথে হাতে-কলমে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন- আধার কার্ড, পূর্ববর্তী অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র, PPO, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি জেরক্স করে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তবে জমা করতে হবে। আবেদনপত্র এবং নথিপত্র একসাথে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ০৪/০৬/২০২৫ তারিখে জমা করে দেবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the District Magistrate & Collector, Murshidabad, Cantonment Road, P.O. & P.S.- Berhampore, Dist. Murshidabad, Pin.-742101 (Room No.208)

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join