চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিনামূল্যে ইংরেজি শেখাবে রাজ্য পুলিশ! পড়ুয়ারা ক্লাস করতে চাইলে মানতে হবে একটি শর্ত

Exam Bangla

বর্তমানে যে কোন‌ও পেশার ক্ষেত্রে ইংরেজি বলতে পারাটা অত্যন্ত দরকার। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ইংরেজি বলতে পারার ক্ষেত্রে অনেকেরই সমস্যা থাকে। বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এই দুর্বলতা অনেক বেশি। এই সমস্যা কাটাতেই এইবার হুগলি জেলা পুলিশ বিশেষভাবে উদ্যোগ নিচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশ এইবার বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখাবে, কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও কথাটা সত্যি।

পশ্চিমবঙ্গ পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়ে দিয়েছে। মূলত হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এই ইংরেজির ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস তারা সম্পূর্ণ বিনামূল্যে চালু করবে নতুন বছর অর্থাৎ জানুয়ারি, ২০২৫ থেকে।

বিনামূল্যেই ছাত্র-ছাত্রীদের করানো হবে এই অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা এখানে ক্লাস করাবেন। কীভাবে একজন পড়ুয়া অথবা ছাত্র-ছাত্রী বিনামূল্যে এই ক্লাসের লাভ ওঠাতে পারবেন সেই বিষয়ক যাবতীয় তথ্য দিয়ে রাজ্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১.৫ ঘন্টা ধরে এই ক্লাস করানো হবে। এই ক্লাসের সময়সীমা সন্ধ্যে ৬’টা থেকে সন্ধ্যা ৭:৩০ অবধি। এই ক্লাসের জন্য কোন‌ওরকম এন্ট্রি ফ্রি লাগবে না।

আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ দুটি পদের জন্য শর্ট নোটিশ জারি করল পাবলিক সার্ভিস কমিশন

একদম বিনামূল্যে করানো এই কোর্সে শেখানো হবে কীভাবে একজন মানুষ স্বচ্ছন্দ্যে ইংরেজিতে কথা বলতে পারেন। একইসঙ্গে নিয়মিত ভাবে ইংরেজি কীভাবে প্র্যাকটিস করানো হয় সেটাও শেখানো হবে। ক্লাসটি সম্পূর্ণ বিনামূল্যে হ‌ওয়ার জন্য ভর্তি সংক্রান্ত ফি এর কোনো প্রশ্নই নেই, তবে ১০০% যাতে উপস্থিত থাকে সেই বিষয়টা দেখতে হবে ও সেটা পড়ুয়াদেরকেই নিশ্চিত করতে হবে। উপস্থিতির হার ১০০% ওপর জোর দেওয়ার পিছনে একটাই কারণ যাতে ছাত্র-ছাত্রীরা কোন‌ওভাবে পিছিয়ে না পড়েন। এই ক্লাসটি কোথায় কখন করানো হবে, সেই বিষয়ে হুগলী জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join