চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের! মন্ত্রীসভার বৈঠকে মিলল অনুমোদন

শীঘ্রই দারুণ সুখবর আসতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই মিলল তার ইঙ্গিত। রাজ্য সরকারের সুপারিশ মতো বেতন বাড়তে চলেছে তাঁদের। সূত্রের খবর, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। যার দরুণ কর্মীদের মাসিক বেতন বাড়বে। আর মুখে ফুটবে হাসি। এর আগে ডিএ বৃদ্ধির ঘোষণা আর এরপর ফের বেতন বৃদ্ধির ঘোষণায় পাল্টা উপহার এল সরকারি কর্মীদের জন্য।

রাজ্য সরকারি কর্মীদের জন্য এহেন সুখবর আনল মধ্যপ্রদেশ সরকার। পঞ্চায়েত সচিবদের সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত দিল রাজ্য মন্ত্রীসভা। সূত্রের খবর, রাজ্য মন্ত্রীসভার বৈঠকে পঞ্চায়েত সচিবদের জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে সচিবদের মহা সন্মেলনে তা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার দরুণ এই প্রার্থীদের বেতন যথেষ্টই বৃদ্ধি পেল। তাঁদের মাসিক বেতন হতে চলেছে ৪২ হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুনঃ বকেয়া ডিএ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন মন্ত্রীসভার এহেন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি সরকারি কর্মীবৃন্দ। তবে এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারে আর্থিক বোঝা চাপল প্রায় ১৮০ কোটি টাকার। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের সরকারি কর্মীরা বর্তমানে কেন্দ্রের মতোই ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিছুদিন আগেই এ ঘোষণা করে সরকারি কর্মীদের জন্য উপহার সাজায় সরকার। এছাড়া, বকেয়া ডিএ মেটানোর ঘোষণাও করা হয়েছিল। মধ্যপ্রদেশ সরকার জানায়, তিন দফায় মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ।

বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের

Home Breaking E - Paper Video Join