চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HCL Recruitment: হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ! অষ্টম শ্রেণী পাশ করলেই চাকরি

Exam Bangla

HCL Recruitment 2025: মাধ্যমিক যোগ্যতায় চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত কাজের সুযোগ করে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড। বর্তমানে ভারতবর্ষে বিপুল পরিমাণে যুবক-যুবতী একটি সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ আজকের দিনে দাঁড়িয়ে সরকারি হোক কিংবা বেসরকারি সব জায়গাতেই প্রয়োজন একটি যথাযথ অভিজ্ঞতার। আর ঠিক সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের কর্ম দক্ষতা গড়ে তোলার উদ্দেশ্যে অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হয়ে থাকে। এবারেও হিন্দুস্তান কপার লিমিটেড এর তরফে কেন্দ্রীয় অ্যাপ্রেন্টিস আইনের অন্তর্গত শিক্ষানবিশ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারবেন EXAM BANGLA র আজকের প্রতিবেদন থেকে।

নিয়োগ কারী সংস্থা- হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে-

  • ফিটার,
  • প্লাম্বার,
  • ইলেকট্রিশিয়ান,
  • ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক)।

মোট শূন্য পদের সংখ্যা- ১০ টি।

প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের স্বীকৃত ভোট বা বিদ্যালয়ের অন্তর্গত ১০+২ সিস্টেমে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতার যে কোন চাকরি প্রার্থীরাই অনায়াসে আবেদন জানাতে পারবেন এবং এর থেকে উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীরাও আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ওয়েল্ডার ট্রেডে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

প্রযুক্তিগত যোগ্যতা- প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছে নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের প্রয়োজন- আজকের দিনে দাঁড়িয়ে সরকারি হোক কিংবা বেসরকারি যে কোন ক্ষেত্রেই কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে প্রয়োজন যথাযথ অভিজ্ঞতার। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের স্বনামধন্য কোম্পানি গুলিতে নিয়োগের সুযোগ থাকে। বিশেষত চাকরি প্রার্থীদের কাছে এপ্রেন্টিস বা শিক্ষানবিশ প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলে বিভিন্ন ক্ষেত্রে সরাসরি নিয়োগের সুযোগ পেয়ে থাকেন আগ্রহী প্রার্থীরা।

চাকরির খবরঃ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- এই পদের জন্য সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যদিও সরকারি নিয়োগের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদনের আগে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে এবং নিজের দায়িত্বে আবেদন জানাতে হবে। আবেদনের ক্ষেত্রে সবার প্রথমে www.apprenticeship.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ নথি আপলোড করে আবেদন পত্র জমা করে দিতে হবে। অনলাইনে সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথি এবং রেজিস্ট্রেশন এর একটি কপি নিয়োগ বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন পত্রের সঙ্গে একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ৩০/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন।

প্রয়োজনীয় ঠিকানা- Junior Manager (HR), Hindustan Copper Limited, Taloja Copper Project, E33-36, MIDC, Taloja – 410208, Maharashtra।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join