চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Exam 2025: জালিয়াতি রুখতে বদলাতে চলেছে উচ্চমাধ্যমিকের মার্কশীট, জাল নোট এর প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে শক্তিশালী কোড

Exam Bangla

ভারতীয় নোটের জালিয়াতির মত এবারে একের পর এক উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জালিয়াতির খবর প্রকাশ্যে আসছে। এই ঘটনাক্রম আটকাতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। গত বছর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটে থাকছিল বারকোড এবং কিউআর কোড। তবে এই বছর থেকে পরীক্ষার মার্কশিটে ব্যবহার হতে চলেছে শক্তিশালী ইউভি সিকিউরিটি থ্রেট কোড।

গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জাল শংসাপত্র বানিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয় এক শিক্ষার্থী। রেজাল্টের মূল নম্বর এর পাশাপাশি পরিবর্তন করা হয় বিভিন্ন বিষয়ের নম্বরও। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছিল শিক্ষা জগতে। তারপর থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে যথেষ্ট সতর্ক হয়ে গিয়েছে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা। এই পরীক্ষার জাল মার্কশিট বা সার্টিফিকেট তৈরি করা হলে রাজ্য শিক্ষা ব্যবস্থায় অরাজকতার সৃষ্টি হবে। এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এবার তৎপর উচ্চশিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ সিলেবাস সহজ করতে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আবার পরিবর্তন

ইউভি সিকিউরিটি থ্রেট কোড

এতদিন পর্যন্ত শুধুমাত্র ভারতীয় টাকার জালিয়াতি রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হত RBI এর পক্ষ থেকে। তবে এবারে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ এই নোট জালিয়াতি ধরার প্রযুক্তি ব্যবহার করবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট এবং শংসাপত্রে। প্রতিটি মার্কশিটের ভিতরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর লেখা থাকবে বলে জানানো হয়েছে। এই লেখা শুধুমাত্র ইউভি লাইটের মাধ্যমেই দেখা সম্ভব। এর সাহায্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জাল মার্কশিট সহজেই সনাক্ত করা যাবে।

গত বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্রে বারকোড ও কিউআর কোড এর ব্যবহার হচ্ছে। এটি স্ক্যান করে প্রতিটি পরীক্ষার্থীর যাবতীয় বিবরণ কম্পিউটারের মাধ্যমে জেনে নেওয়া যাবে। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটে ব্যবহৃত কিউআর কোড এর মাধ্যমে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বরের পাশাপাশি তার ছবি, ঠিকানা-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন

এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়েও জালিয়াতি আটকাতে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রেও QR কোড ব্যবহার করে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের ওপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও মার্কশিট জালিয়াতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাল মার্কশিট নিয়ে ভর্তির চেষ্টা হচ্ছে, এমন সন্দেহ হলে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join