চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের স্কুলে কত দিন চলবে গরমের ছুটি? কি জানালো স্কুল শিক্ষা দপ্তর?

গরমের ছুটি নিয়ে আবারো নির্দেশিকা জারি করল রাজ্য সরকার! সরকারি সূত্রের খবর অনুযায়ী এবারও নির্ধারিত সময়ের আগেই শুরু হতে চলেছে গ্রীষ্মকালীন অবকাশের। এপ্রিল মাসের শেষ তারিখ থেকেই শুরু হচ্ছে এই ছুটি, যা চলবে অনির্দিষ্টকালের জন্য। বিগত বছরেও এমন ভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে গ্রীষ্মকালীন অবকাশ ঘোষণা করা হয়। এই নিয়ে বিগত বছরে রাজ্য সরকার একাধিক সমালোচনার সম্মুখীন হলেও, এই বছরে আবারও একইভাবে গরমের ছুটি ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর।

আসলে বিগত কয়েক বছর ধরেই চৈত্রের আগমনের সাথে সাথে বেড়ে চলেছে তাপমাত্রা। পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায় চৈত্রের শুরু থেকেই কাঠফাটা গরমে নাজেহাল হয়ে ওঠে মানুষজন। তারমধ্যে বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের সকালবেলায় বিদ্যালয়ে যাওয়া এবং সারাদিন বিদ্যালয়ে থাকার কষ্ট যথেষ্ট পরিমাণে উপলব্ধি করে রাজ্য সরকার। এই ছোট ছোট ছাত্র-ছাত্রীরা এই দেশের ভবিষ্যৎ। তাই তাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম দ্বিধাবোধ করে না সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পঞ্চাশের অধিক ছাত্রছাত্রী থাকলেও পাখার সংখ্যা মাত্র দুটি। এর ফলে প্রচন্ড গরমে শরীর খারাপ হতে দেখা গিয়েছে বহু ছাত্র-ছাত্রীর। পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই পারদ ছুঁয়েছে ৪০ -এর ঘর। তাই আপাতত নির্দিষ্টকালের জন্য এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলি বন্ধ রাখার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। মূলত শিক্ষক-শিক্ষিকার এবং ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত সরকারের।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে বেরবে? দেখে নিন এক্ষুনি

যদিও এইরকম অনির্দিষ্টকালের ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিগত বছরেও এই নিয়ে শিক্ষক সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এবারে এই বিষয়ে শিক্ষা দপ্তরের সরাসরি বক্তব্য, পরবর্তী সময়ে বিদ্যালয়ে খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে নিতে হবে। এই গরমের মধ্যে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সংকটে রেখে কোনভাবেই খুলে রাখা যাবে না বিদ্যালয়ে গুলি।

ANM GNM Book 2025

বিগত বছরের তথ্য অনুধাবন করলে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ এর সময়সীমা ছিল ৯ মে থেকে ২০ মে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে বিদ্যালয়ে গুলি বন্ধ হয়ে যায় এপ্রিল মাসের ২১ তারিখেই। এরপর অনির্দিষ্টকালের জন্য ছুটি থাকার পরে জুন মাসের ২ তারিখে পুনরায় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। এই বছরে বার্ষিক তালিকা অনুসারে, ১২ মে থেকে মোট ১১ দিনের ছুটির ঘোষণা করা হয়েছিল। তবে এবারও এই ছুটির দিন এগিয়ে এসেছে এপ্রিল মাসের ৩০ তারিখে।

আরও পড়ুনঃ আগের মতই বেতন পাবেন চাকরিহারা শিক্ষকরা, পড়ুন বিস্তারিত

যদিও এপ্রিলের ৩০ এর আগেই একাধিক ছুটি পাবে ছাত্র-ছাত্রীরা। নবান্নের পক্ষ থেকে রেজ্জাক মোল্লার মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। অপরদিকে ১৪ এবং ১৫ তারিখ পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি পাবে ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি ৩০ তারিখের মধ্যে রয়েছে বেশ কয়েকটি রবিবার। তাই সব মিলিয়ে এই বছরের গরমের ছুটি শুরু হতে চলেছে ৩০/০৪/২০২৫ থেকেই।

Home Breaking E - Paper Video Join