চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

JEE Main: জেইই মেন সেশন ২ কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত

জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হয়েছিল গত ১২ই মার্চ। তবে অনেক ছাত্রছাত্রী জেইই মেন এর রেজিস্ট্রেশন করতে না পারায় ফের আবেদন গ্রহণ শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ১৫ই মার্চ ও ১৬ই মার্চ পরীক্ষার রেজিস্ট্রেশন চলবে। পরীক্ষার ফি জমা করা যাবে ১৬ই মার্চ রাত ১১:৫০ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা (jeemain.nta.nic.in) ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন।

পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?

১) জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার জেইই মেন সেশন ২ এর রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্টার করতে হবে অথবা লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার আবেদনপত্রটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করতে হবে।
৫) এরপর আবেদন ফি ও ফর্মটি সাবমিট করতে হবে।
৬) এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন প্রার্থীরা।

চাকরির খবরঃ ক্যালকম ভিশন লিমিটেডে নিয়োগ

join Telegram

প্রার্থীদের খেয়াল রাখতে হবে, যারা জেইই মেন পরীক্ষার জন্য এখন রেজিস্ট্রেশন করবেন তাঁদের আবেদনপত্র আর সংশোধনের সুযোগ দেওয়া হবে না। প্রসঙ্গত, জেইই মেন সেশন ২ এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ থেকে ১২ই এপ্রিল নাগাদ। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে জেইই মেন এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

FB Join

Home Breaking E - Paper Video Join